'অ্যানারকিস্টদের স্থান নেই দিল্লিতে' রাজধানীতে নির্বাচনী প্রচারে কেজরিওয়ালকে কড়া বার্তা মোদীর
দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে নাম না করে অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর দলের প্রতি আক্রমণ হানলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘুরিয়ে কেজরিওয়ালকে 'মিথ্যে কথার রাজা' বললেন।
নয়া দিল্লি: দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে নাম না করে অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর দলের প্রতি আক্রমণ হানলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘুরিয়ে কেজরিওয়ালকে 'মিথ্যে কথার রাজা' বললেন।
৩০ মিনিটের বক্তব্যে মোদীর আক্রমণের মূল লক্ষ্যেই ছিলেন কেজরিওয়াল। বললেন 'দিল্লিতে অ্যানারকিস্টদের কোনও স্থান নেই।' আপ সুপ্রিমোকে জঙ্গলে গিয়ে নক্সালদের সঙ্গে যুক্ত হতেও বললেন তিনি।
আজ দিল্লির রামলীলা ময়দানে বিজেপির নির্বাচনী সভায় মহারাষ্ট্র, হরিয়াণা ও ঝাড়খণ্ডের বিজেপির তিন নবনির্বাচিত মুখ্যমন্ত্রীও উপস্থিত ছিলেন। আজকের সভায় মোদী প্রতিশ্রুতি দিলেন রাজধানীতে বিজেপি ক্ষমতায় এলে তাঁর দল এক 'নতুন' দিল্লি তৈরি করবেন।
বর্তমানে রাষ্ট্রপতির শাসনাধীন দিল্লিতে আগামী মাসে নির্বাচন।