সমাজকে ভাঙার চেষ্টা চলছে, কড়া জবাব দিচ্ছেন যুবকরা: প্রধানমন্ত্রী
স্বামী বিবেকানন্দের জন্মদিনে নাম না করে জিগনেস, খলিদকে জবাব দিলেন নরেন্দ্র মোদী?
ওয়েব ডেস্ক: মহারাষ্ট্রে দলিত-মরাঠা সংঘর্ষের প্রসঙ্গ না তুলেই মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বামী বিবেকানন্দের জন্মদিনে মোদী বলেন, ''সমাজকে ভাঙার চেষ্টা করছে কিছু লোক। তবে তাদের কড়া জবাব দিচ্ছেন দেশের যুবকরা।''
দিন কয়েক আগে মহারাষ্ট্রের ভীমা কোরেগাঁও উত্তপ্ত হয়েছিল দলিত-মরাঠা সংঘর্ষে। ওই ঘটনায় হিংসা ছড়িয়ে পড়েছিল বাণিজ্যনগরী মুম্বইতেও। গুজরাটের দলিত নেতা জিগনেশ মেবানি ও জেএনইউ-র ছাত্র নেতা উমর খলিদের বিরুদ্ধে অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগ করেছে বিজেপি। ওই দুজনের সভার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল বলে দাবি। কেন্দ্রের বক্তব্য, জাতপাতের ভিত্তিতে সমাজকে ভাগ করার চেষ্টা চলছে। রাজনৈতিক মহলের মতে, প্রধানমন্ত্রী নির্দিষ্টি করে কোনও ঘটনার কথা বললেন না। তবে তাঁর কথার ইঙ্গিত কোন দিকে তা সহজেই অনুমেয়।
Some people are trying to divide the country and the youth are giving a fitting reply to such elements. Our youth will never ever be misled: PM Modi pic.twitter.com/DANa1BPHYZ
— ANI (@ANI) 12 January 2018
India’s youth has given a befitting reply to those who are trying to divide society. It is our youth that will take India to new heights. pic.twitter.com/od6bhl9wxp
— Narendra Modi (@narendramodi) 12 January 2018
জাতীয় যুব দিবসের একটি অনুষ্ঠানে নরেন্দ্র মোদী বলেন, ''পাশ্চাত্যে ভারতকে নিয়ে নানা অপ্রচার ছিল। স্বামী বিবেকানন্দ সেই ভুল ভেঙে দিয়েছেন। সামাজিক অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন।''
There was a lot of propaganda against India in the West that Swami Vivekananda proved false. He raised a voice against social evils as well: PM Modi pic.twitter.com/2MFtPdh16U
— ANI (@ANI) 12 January 2018
I bow to Swami Vivekananda on his Jayanti. Today, on National Youth Day I salute the indomitable energy and enthusiasm of our youngsters, who are the builders of New India. pic.twitter.com/1aXEqvVRgY
— Narendra Modi (@narendramodi) 12 January 2018
আরও পড়ুন- 'জিও' টেলিকম বিপ্লবের পর 'জিওকয়েন' আনছেন অম্বানি
২০২২ সালে নতুন ভারত গঠনের লক্ষ্য নিয়েছেন প্রধানমন্ত্রী। সেই প্রসঙ্গ তুলেই মোদীর আবেদন, শিক্ষা, স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, ডিজিটাল সাক্ষরতার মতো ক্ষেত্রে কাজ করতে হবে। খোলা জায়গায় শৌচকর্ম থেকে গ্রামগুলিকে মুক্ত করতে হবে বলেও মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। তার আগে গ্রেটার নয়ডায় গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধনে নতুন ব্যবসায়ীদের পাশে থাকার বার্তাও দেন মোদী।