বিচার ব্যবস্থার নিরপেক্ষতা খতিয়ে দেখার সময় এসেছে : রাহুল গান্ধী
রাহুল বলেন, দেশের বিচারব্যবস্থার ওপর আমাদের যে আস্থা রয়েছে এদিনের ঘটনা তাতে আঘাত লেগেছে। তাই এবার নতুন করে ভাবনা চিন্তার সময় এসেছে। খতিয়ে দেখা উচিত দেশের বিচার ব্যবস্থার নিরপেক্ষতা।
ওয়েব ডেস্ক : প্রধান বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের বিচারপতিদের প্রকাশ্যে সোচ্চার হওয়ার ঘটনা দুর্ভাগ্যজনক। একই সঙ্গে গণতন্ত্রের পক্ষে এই প্রবণতা অত্যন্ত বিপজ্জনক। বিচারপতি বিদ্রোহে মন্তব্য কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর। শুক্রবার রীতিমতো সাংবাদিক বৈঠক করে প্রকাশ্যে দেশের প্রধান বিচারপতির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন সুপ্রিম কোর্টের চার বিচারপতি। শীর্ষ আদালতে মামলা বণ্টন থেকে বিচারপতিদের নিয়োগ প্রতিটি বিষয়েই গরমিলের অভিযোগ তুলে মুখ খোলেন তাঁরা। বিচারবিভাগের ভিতরে দুর্নীতি নিয়েও এই দিন প্রশ্ন তোলেন ওই চার বিচারপতি।
আরও পড়ুন- প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে কী বলেছিলেন বিক্ষুব্ধ চার বিচারপতি?
রাহুল বলেন, দেশের বিচারব্যবস্থার ওপর আমাদের যে আস্থা রয়েছে এদিনের ঘটনা তাতে আঘাত লেগেছে। তাই এবার নতুন করে ভাবনা চিন্তার সময় এসেছে। খতিয়ে দেখা উচিত দেশের বিচার ব্যবস্থার নিরপেক্ষতা।
আরও পড়ুন- নজিরবিহীন! 'সুপ্রিম বিচারের নিরপেক্ষতা' নিয়ে প্রশ্ন তুললেন খোদ বিচারপতিরা
''প্রধান বিচারপতির আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টেরই চার বিচারপতি। এটা সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা।'' বিচারপতিদের জিহাদ নিয়ে বললেন লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়। তাঁর মতে এই ইস্যুটি প্রকাশ্য এনে চার বিচারপতি দেশসেবার কাজ করেছেন।