টুইটারে শীর্ষে মোদী

নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা নিয়ে কট্টর মোদী বিরোধীদেরও কোনও সন্দেহ থাকা উচিত নয়। আজ আর একবার নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন তিনি। এবার ইন্টারনেটের জগতে। ভারতীয় রাজনীতিকদের মধ্যে টুইটারে সবথেকে বেশি মানুষ তাঁকেই ফলো করেন।

Updated By: Jul 4, 2013, 02:59 PM IST

নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা নিয়ে কট্টর মোদী বিরোধীদেরও কোনও সন্দেহ থাকা উচিত নয়। আজ আর একবার নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন তিনি। এবার ইন্টারনেটের জগতে। ভারতীয় রাজনীতিকদের মধ্যে টুইটারে সবথেকে বেশি মানুষ তাঁকেই ফলো করেন।
টুইটারে ১৮লক্ষ ২৬ হাজার পঞ্চান্ন জন মোদী অনুসারী। তাঁর ঠিক পরেই রয়েছেন শশী থারুর। তাঁর ফলোয়ারের সংখ্যা ১৮ লক্ষ ২১ হাজার ৭৭৬ জন।
এই তালিকায় বেশ উপরের দিকে আছেন আম আদমি পার্টির মুখ্য নেতা অরবিন্দ কেজরিওয়াল।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে আসন্ন ২০১৪ লোকসভা নির্বাচনে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। সেই দিক দিয়ে বিচার করলে এখানেও অ্যাডভানটেজ মোদী।

.