বেঙ্গালুরুতে মোদীর সমাবেশ, বিজেপির লক্ষ্য জমি ফেরানোর

রবিবার বেঙ্গালুরুতে লাখ মানুষের সমাবেশে বক্তব্য রাখবেন ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। প্যালেস ময়দানে মোদীর সমাবেশ শুনতে বহু মানুষ আসবেন বলেই আশা করছে দল।

Updated By: Nov 17, 2013, 11:14 AM IST

রবিবার বেঙ্গালুরুতে লাখ মানুষের সমাবেশে বক্তব্য রাখবেন ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। প্যালেস ময়দানে মোদীর সমাবেশ শুনতে বহু মানুষ আসবেন বলেই আশা করছে দল।
কর্ণাটকের রাজনৈতিক পটভূমিতে বিজেপির ক্ষমতা ফিরিয়ে আনতে মোদী ম্যাজিক কাজে আসবে বলে মনে করা হচ্ছে। মোদীকে শুনলে মানুষও বিজেপির দিকে ঘুরে তাকাতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
২০০৮ থেকে ২০১৩ দুর্নীতির দায়ে কর্ণাটকে বিজপির ভিত আলগা হতে থাকে। বিধানসভা নির্বাচনে হার হয় বিএস ইয়াদুয়াপ্পার। ক্ষমতায় আসে কংগ্রেস। নির্বাচনে হার ভাঙন ধরায় বিজেপিতে। বিজেপি থেকে বেরিয়ে এসে আলাদা দল গড়েন ইয়াদুয়াপ্পা। নাম কর্ণাটক জনতা পার্টি (কে জে পি)।
এদিনের মোদীর জনসভায় ইয়াদুয়াপ্পার না থাকার সম্ভাবনাই বেশি। মোদীর এ দিনের জনসভা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে।

.