শিল্প সম্মেলনে সফল, মোদীর মুখে হাসি
গুজরাটের সাফল্য ভারতের সাফল্য। ভাইব্রান্ট গুজরাট সম্মেলনে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। বিনিয়োগকারীদের স্বতস্ফূর্ত যোগদানে এবারও যথারীতি সফল গুজরাটের শিল্প সম্মেলন। দ্বিতীয় দিনেই ২৬ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব সহ ১২টির বেশি মউ স্বাক্ষর হয়েছে।
গুজরাটের সাফল্য ভারতের সাফল্য। ভাইব্রান্ট গুজরাট সম্মেলনে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। বিনিয়োগকারীদের স্বতস্ফূর্ত যোগদানে এবারও যথারীতি সফল গুজরাটের শিল্প সম্মেলন। দ্বিতীয় দিনেই ২৬ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব সহ ১২টির বেশি মউ স্বাক্ষর হয়েছে।
সম্মেলনের প্রথম দিনটা কেটেছিল শিল্পমহলের প্রশস্তি আর অভিনন্দন নিতেই। শনিবার থেকেই বিনিয়োগ টানতে পুরোদমে নেমে পড়ল টিম মোদি। এদিনই পেট্রোরসায়ন ও শক্তিক্ষেত্রে ছাব্বিশ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব সহ মোট বারোটি মউ স্বাক্ষর হয়েছে। বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে মুকেশ অম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও টাটা গোষ্ঠীও। মোদির দাবি, এই সাফল্য শুধু গুজরাটের নয়, গোটা দেশের।
তবে, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে গুজরাটের অগ্রগতির গতি কিছুটা কম। চিনা উত্পাদনকারীদের দাপটে আন্তর্জাতিক বাজারে যথেষ্টই কোণঠাসা তারা। ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে বৃদ্ধির চেনাছন্দে ফিরিয়ে আনতে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে গুজরাট সরকার। শিল্পে অগ্রগতি নিয়ে আত্মবিশ্বাসী মোদি, পরবর্তী সম্মেলনের জন্যও আগাম আমন্ত্রণ জানিয়েছেন বিনিয়োগকারীদের।
ভারী শিল্প বিনিয়োগ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পে উন্নয়নের পরিকল্পনার পাশাপাশি, পরিকাঠামো ক্ষেত্রেও কিছু এবার মউ স্বাক্ষর করেছে গুজরাট সরকার। ডেনমার্ক সরকারের সঙ্গে স্বাক্ষরিত হয়েছে জল পরিশোধন সংক্রান্ত চুক্তি। বিশেষ বিমান পরিবহণের বিষয়ে গুজরাট সরকারের সঙ্গে সমঝোতা করেছে থাই এয়ারওয়েজ।