পাক বর্বরতা নিয়ে চাপানউতোরের খেলা কং-বিজেপির

নিয়ন্ত্রণরেখায় পাক বর্বরতা নিয়ে চরমে উঠল প্রধান দুই রাজনৈতিক দলের চাপান উতোর। পাক বর্বরতা নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থানে সন্তুষ্ট নয় প্রধান বিরোধী দল বিজেপি। অবিলম্বে পাকিস্তানের সঙ্গে সমস্ত দ্বিপাক্ষিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছে তারা। যদিও, পাকিস্তানের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর কৌশলেই অনড় কেন্দ্রীয় সরকার।

Updated By: Jan 12, 2013, 08:13 PM IST

নিয়ন্ত্রণরেখায় পাক বর্বরতা নিয়ে চরমে উঠল প্রধান দুই রাজনৈতিক দলের চাপান উতোর। পাক বর্বরতা নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থানে সন্তুষ্ট নয় প্রধান বিরোধী দল বিজেপি। অবিলম্বে পাকিস্তানের সঙ্গে সমস্ত দ্বিপাক্ষিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছে তারা। যদিও, পাকিস্তানের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর কৌশলেই অনড় কেন্দ্রীয় সরকার।
নিয়ন্ত্রণরেখায় পাক পাশবিকতা নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি। প্রধান বিরোধী দল বিজেপির দাবি, যে বর্বরতার সঙ্গে ভারতীয় সেনার দুই জওয়ানকে হত্যা করা হয়েছে, কঠোরভাবে তার জবাব দিক কেন্দ্র। অবিলম্বে পাকিস্তানের সঙ্গে সমস্ত দ্বিপাক্ষিক সম্পর্ক ছিন্ন করারও দাবি জানিয়েছে তারা।
উত্তেজনা আরও বেড়েছে লস্কর-এ-তৈবা প্রধান হাফিজ মহম্মদ সইদের হুমকিতে। আগামীদিনে কাশ্মীরের পরিস্থিতি আরও খারাপ হবে বলে হুমকি দিয়েছেন সঈদ। পাক বর্বরতার উপযুক্ত জবাব দেওয়ার দাবিতে, দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। বিজেপির সমালোচনার জবাব এসেছে কংগ্রেসের তরফেও।
সমালোচনার জবাবে বিজেপিকে, এনডিএ-এর আমলে কান্দাহার বিমান অপহরণকাণ্ড ও সংসদে জঙ্গি হামলার ঘটনা স্মরণ করিয়ে দিয়েছেন কংগ্রেস নেতারা। কূটনৈতিক চাপ বাড়িয়েই পাকিস্তানকে কোণঠাসা করার কৌশলে অনড় শাসক দল কংগ্রেস। এই উত্তপ্ত রাজনৈতিক বাতাবরণেই নিয়ন্ত্রণরেখায় গ্রেফতার করা হয়েছে এক পাক অনুপ্রবেশকারীকে। জম্মুর রণজিত্ গেট এলাকায় তাকে গ্রেফতার করে ভারতীয় সেনাবাহিনী।

.