সর্দার পটেলের জন্মদিনে 'একতা অভিযান' শুরু করলেন প্রধানমন্ত্রী

Updated By: Oct 31, 2014, 10:27 AM IST
সর্দার পটেলের জন্মদিনে 'একতা অভিযান' শুরু করলেন প্রধানমন্ত্রী

গান্ধী জয়ন্তীতে স্বচ্ছ ভারত অভিযানের পর শুক্রবার 'রান ফর ইক্যুয়ালিটি'(একতা) শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন অর্থাত্‍ ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই পটেলের জন্মদিন। রাষ্ট্রীয় একতা দিবসে রাজপথ থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত হেঁটে এই নতুন অভিযানের সূচনা করলেন মোদী।

সংসদ ভবনের রাস্তায় ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে পুষ্পার্ঘ্য দেওয়ার পর বিজয় চকে একতা অভিযানে অংশগ্রহণকারীদের উদ্দেশে ভাষণ দেন মোদী। সকাল ৮টা ১৫ নাগাদ শুরু হয় মোদীর যাত্রা। অভিযান শুরুর আগে মোদী টুইট করেন, "এই অভিযান আমাদের মাতৃভূমির জন্য। সর্দার পটেল আধুনিক ভারতের কারিগর। সর্দার পটেলের জীবন ছিল সাহস, আত্মপ্রত্যয়, মাতৃভূমির প্রতি একনিষ্ঠতার প্রকৃষ্ট উদাহরণ।"

বিজয় চকে জাতীর উদ্দেশে ভাষণে মোদী বলেন, যেই দেশ ইতিহাস ভুলে যায়, তারা কোনওদিন নতুন ইতিহাস রচনা করতে পারে না। যেই দেশ অনুপ্রেরণা, যুবশক্তিতে পরিপূর্ণ সেই দেশের কখনই ইতিহাসের ব্যক্তিত্বদের ভোলা উচিত্‍ নয়।" এ দিন রাষ্ট্রপতি ভবনে একতা অভিযানে সামিল হন রাষ্ট্রপতি প্রণব মুখার্জিও। সর্দার পটেলকে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি। হায়দরাবাদ থেকে একতা অভিযানে অংশ নেন স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথা সিংও। সর্দার পটেলকে স্মরণ করেছেন রেলমন্ত্রী সদানন্দ গৌঢ়াও।

 

 

 

.