মোদীর সহযোগিতায় আঁকা ছবি নিলামে বিক্রি এক কোটি ৩০ লক্ষ টাকায়

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহযোগিতায় আঁকা একটি ছবি নিলামে বিক্রি হল এক কোটি তিরিশ লক্ষ টাকায়। শিল্পী সতীশ গুপ্তার আঁকা ওই ওই ছবিতে তুলি চালিয়েছেন প্রধানমন্ত্রী মোদীও। খুশি নামে একটি এনজিও ওই নিলামের আয়োজন করেছিল।  

Updated By: Jan 20, 2015, 05:42 PM IST
মোদীর সহযোগিতায় আঁকা ছবি নিলামে বিক্রি এক কোটি ৩০ লক্ষ টাকায়

ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহযোগিতায় আঁকা একটি ছবি নিলামে বিক্রি হল এক কোটি তিরিশ লক্ষ টাকায়। শিল্পী সতীশ গুপ্তার আঁকা ওই ওই ছবিতে তুলি চালিয়েছেন প্রধানমন্ত্রী মোদীও। খুশি নামে একটি এনজিও ওই নিলামের আয়োজন করেছিল।  

ইন্ডিয়া অন ক্যানভাস শিরোনামে সেই নিলামের মূল উদ্যোক্তা ছিলেন খুশির কর্ণধার তথা প্রাক্তন ক্রিকেটার কপিল দেব। রাজধানীতে ব্রিটিশ হাই কমিশনারের  বাড়িতে আয়োজিত ওই প্রদর্শনীতে বেশ কিছু জিনিসই আশাতীত দামে বিকিয়েছে বলে খবর।

এদিকে, ২০১৬-র নির্বাচনে তৃণমূলকে বাংলা থেকে উতখাতের ডাক দিলেন বিজেপি সভাপতি অমিত শা। আজ খাগড়াগড়ের জনসভায় তৃণমূলের বিরুদ্ধে চড়া আক্রমণ শানালেন বিজেপি সভাপতি। তাঁর দাবি, রাজ্যকে ক্রমেই পিছিয়ে দিচ্ছে তৃণমূল সরকার।

.