সুখের খবর একশো কোটির দেশে বৃদ্ধি পাচ্ছে বাঘের সংখ্যা

সারা বিশ্বে যখন বাঘের অস্তিত্ব সংকটময় ভারত একটু হলেও আশার আলো জাগাচ্ছে। কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক সমীক্ষায় জানানো হয়েছে একলাফে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৫২০। এখন ভারতে মোট বাঘের সংখ্যা ২২২৬। ২০১০ শেষ সমীক্ষা অনুযায়ী বাঘের সংখ্যা ছিল ১৭০৬।

Updated By: Jan 20, 2015, 01:10 PM IST
সুখের খবর একশো কোটির দেশে বৃদ্ধি পাচ্ছে বাঘের সংখ্যা

ওয়েব ডেস্ক: সারা বিশ্বে যখন বাঘের অস্তিত্ব সংকটময় ভারত একটু হলেও আশার আলো জাগাচ্ছে। কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক সমীক্ষায় জানানো হয়েছে একলাফে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৫২০। এখন ভারতে মোট বাঘের সংখ্যা ২২২৬। ২০১০ শেষ সমীক্ষা অনুযায়ী বাঘের সংখ্যা ছিল ১৭০৬।

জাতীয় বাঘ্র সংরক্ষণ কতৃপক্ষের রিপোর্টে জানানো হয়েছে, গতবছর বিভিন্ন কারণে ভারতে ৬৪ টি বাঘের মৃত্যু হয়। মৃত্যু তালিকায় তামিলনাড়ু প্রথম স্থানে রয়েছে।  তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এবারের সঠিকভাবে বাঘ্র গণনা করা গেছে। অত্যাধুনিক যন্ত্র মাধ্যমে নির্ধারণ করা হয়েছে সম্প্রতিক বাঘের জনসংখ্যা।  

.