হুঙ্কার সভায় একে অপরের প্রশংসায় পঞ্চমুখ মোদী-পাসোয়ান

মুজফ্ফরপুরের হুঙ্কার সভায়, একে অপরকে প্রশংসায় ভরিয়ে দিলেন নরেন্দ্র মোদী এবং রামবিলাস পাসওয়ান। এনডিএতে ফেরার পর এই প্রথম মোদীর সঙ্গে মঞ্চ ভাগ করে নিলেন পাসওয়ান। তিনি জানিয়েছেন, মোদীকেই প্রধানমন্ত্রীর কুর্সিতে দেখতে চান। গুজরাট জাতিহিংসার প্রতিবাদে দুহাজার দুই সালে এনডিএ ছেড়েছিলেন রামবিলাস পাসওয়ান। বারো বছর পর ফের এনডিএ-তে তিনি। গুজরাট জাতিহিংসায় যাঁর বিরুদ্ধে মূল অভিযোগ, সেই নরেন্দ্র মোদীকেই দরাজ সার্টিফিকেট দিলেন তিনি।

Updated By: Mar 3, 2014, 09:10 PM IST

মুজফ্ফরপুরের হুঙ্কার সভায়, একে অপরকে প্রশংসায় ভরিয়ে দিলেন নরেন্দ্র মোদী এবং রামবিলাস পাসওয়ান। এনডিএতে ফেরার পর এই প্রথম মোদীর সঙ্গে মঞ্চ ভাগ করে নিলেন পাসওয়ান। তিনি জানিয়েছেন, মোদীকেই প্রধানমন্ত্রীর কুর্সিতে দেখতে চান। গুজরাট জাতিহিংসার প্রতিবাদে দুহাজার দুই সালে এনডিএ ছেড়েছিলেন রামবিলাস পাসওয়ান। বারো বছর পর ফের এনডিএ-তে তিনি। গুজরাট জাতিহিংসায় যাঁর বিরুদ্ধে মূল অভিযোগ, সেই নরেন্দ্র মোদীকেই দরাজ সার্টিফিকেট দিলেন তিনি।

এলজেপি প্রধান জানিয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রী পদে মোদীই তাঁর পছন্দ। পাসওয়ানকে পাশে পেয়ে বাড়তি আত্মবিশ্বাসী দেখিয়েছে মোদীকেও। একইসঙ্গে মোদী বিধেছেন রাজনৈতিক প্রতিপক্ষদের। বিহারে নীতীশ কুমার ও কেন্দ্রে কংগ্রেস। মুজফ্ফরপুরের জনসভায় এই দুপক্ষই ছিল মোদীর নিশানায়। পাটনা বিস্ফোরণ থেকে শুরু করে ধর্ম নিরপেক্ষতা। সবকটি ইস্যুতেই কংগ্রেস ও জেডিইউয়ের বিরুদ্ধে তোপ দেগেছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী।

.