সংবাদ সংস্থা: অনুমতি না নিয়ে পঞ্চায়েত প্রধানের ঘরে ঢুকে পড়েছিলেন তিনি। সেই সময়ে ঘরে ছিলেন না কোনও পুরুষ। এটাই ছিল তাঁর 'অপরাধ'। আর এই কারণেই মধ্যযুগীয় বর্বরতার শিকার হতে হল এই ব্যক্তিকে। মাটিতে থুথু ফেলে জিভ দিয়ে চেটে খেতে হল তাঁকে। বিহারের নালন্দা জেলার ঘটনা। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই বিতর্কের ঝড় উঠেছে। ভিডিওতে দেখা গিয়েছে, দুই মহিলা ওই ব্যক্তিকে জুতো দিয়ে পেটাচ্ছেন।
সূত্রের খবর, একটি সরকারি প্রকল্পের বিষয়ে কথা বলতে পঞ্চায়েত প্রধানের বাড়িতে গিয়েছিলেন ওই ব্যক্তি। অভিযোগ, দরজায় টোকা না দিয়েই পঞ্চায়েত প্রধানের ঘরে ঢুকে পড়েছিলেন তিনি। শুধুমাত্র এই কারণেই, তাঁকে নিজের থুথু চাটতে বাধ্য করা হয়। শুধু তাই নয়, দুই মহিলা তাঁকে জুতো দিয়ে মারধরও করেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জেলাতেই এই ঘটনায় শোরগোল পড়েছে।
ঘটনার তীব্র নিন্দা করেছেন বিহারের মন্ত্রী নন্দকিশোর যাদব। তিনি বলেন, ''আমি এই ধরনের ঘটনা একেবারেই সমর্থন করি না। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুতই কড়া ব্যবস্থা নেওয়া হবে।'' ইতিমধ্যেই পুলিস প্রশাসনকে দুদিনের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দিতে বলেছেন জেলা ম্যাজিস্ট্রেট।
Nalanda: Man made to spit & lick as punishment for entering Sarpanch's house without knocking,was also beaten by slippers by women #Bihar pic.twitter.com/WTM31aLMVq
— ANI (@ANI) October 19, 2017
বিনা অনুমতিতে পঞ্চায়েত প্রধানের ঘরে ঢুকে পড়ার 'শাস্তি', থুতু চাটতে বাধ্য হলেন প্রৌঢ়