বেআইনি অস্ত্র ও টাকা সহ আটক নাগাল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী

সোমবার নাগাল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী ইমকোং এল ইমচেনকে বেআইনি অস্ত্র সঙ্গে হিসাব বহির্ভূত ১কোটি ১০ লক্ষ টাকা বহন করার অপরাধে আটক করা হল। পুলিস সূত্রে পাওয়া খবর অনুযায়ী কোহিমা থেকে নিজের বিধানসভা কেন্দ্র কোরিয়াডাঙ্গাতে যাওয়ার পথে ওখা জেলার কাছে ইমচেনের গাড়ি আটক করেন অসল রাইফেলসের জওয়ানরা।

Updated By: Feb 18, 2013, 11:03 AM IST

সোমবার নাগাল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী ইমকোং এল ইমচেনকে বেআইনি অস্ত্র সঙ্গে হিসাব বহির্ভূত ১কোটি ১০ লক্ষ টাকা বহন করার অপরাধে আটক করা হল। পুলিস সূত্রে পাওয়া খবর অনুযায়ী কোহিমা থেকে নিজের বিধানসভা কেন্দ্র কোরিয়াডাঙ্গাতে যাওয়ার পথে ওখা জেলার কাছে ইমচেনের গাড়ি আটক করেন অসল রাইফেলসের জওয়ানরা।
ওখা জেলার কাছে অসম রাইফেলসের প্রতিনিধিরা গাড়ি খানাতল্লাসি করার সময় নাগাল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি থেকে নগদ টাকা, অস্ত্র-সস্ত্র ও মদের বোতল উদ্ধার করেন।
অসম রাইফেলসের আধিকারিকরা এরপর ইমচেনকে স্থানীয় জেলা প্রশাসন ও পুলিসের হাতে তুলে দেন।
নাগাল্যান্ডের শাসকদল নাগাল্যান্ড পিপলস ফ্রন্টের (এনপিএফ) প্রতিনিধি ইমচেন আসন্ন বিধানসভা নির্বাচনে কোরিয়াডাঙ্গা কেন্দ্রের প্রার্থী। এছাড়াও মোকোকচুং জেলার নির্বাচনের দলীয় দায়িত্বও তাঁর কাঁধে। মোকোকচুং-এ এবারে মোট দশজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রসঙ্গত, চলতি মাসের ১৬ তারিখ নির্বাচন কমিশনের প্রতিনিধিরা এনপিএফ-এর আর এক প্রার্থীর ব্যবহৃত হেলিকপ্টার থেকে এক কোটি টাকা উদ্ধার করে ছিলেন।

.