"আমার মেয়ের আত্মা শান্তি পেল!'' তেলেঙ্গানায় এনকাউন্টারের পর প্রতিক্রিয়া মৃত পশু চিকিত্সকের বাবার
পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘটনা পূনর্নির্মাণের সময়ই পালানোর চেষ্টা করে অভিযুক্তরা। তখনই শুরু হয় এনকাউন্টার।
নিজস্ব প্রতিবেদন: ঘটনার ১০ দিন কাটতে না কাটতেই এনকাউন্টারে (police encounter) খতম হায়দরাবাদে পশু চিকিত্সক ধর্ষণ-খুন কাণ্ডে ৪ অভিযুক্তই। এবার তাঁর মেয়ের আত্মা শান্তি পেল বলে জানালেন মৃত পশু চিকিত্সকের বাবা।
হায়দরাবাদের পশু চিকিত্সককে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত চার অভিযুক্তকে এনকাউন্টারে খতম করল তেলেঙ্গানা পুলিস। যেখানে নিগৃহীতার গায়ে পেট্রল ঢেলে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, সেখানে ঘটনার পূনর্নির্মাণের জন্য শুক্রবার ভোররাতে নিয়ে যাওয়া হয়েছিল চার অভিযুক্ত- মহম্মদ আরিফ, নবীন, চিন্তাকুন্তা কেশাবুলু ও শিবাকে । পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘটনা পূনর্নির্মাণের সময়ই পালানোর চেষ্টা করে অভিযুক্তরা। তখনই শুরু হয় এনকাউন্টার। পুলিসের গুলিয়ে মৃত্যু হয় চার অভিযুক্তেরই।
Father of the woman veterinarian on all 4 accused killed in police encounter: It has been 10 days to the day my daughter died. I express my gratitude towards the police & govt for this. My daughter's soul must be at peace now. #Telangana pic.twitter.com/aJgUDQO1po
— ANI (@ANI) December 6, 2019
এরপরেই মৃত পশু চিকিত্সকের বাবা জানান, "আমি পুলিস এবং সরকারকে গোটা ঘটনার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। এবার হয়তো আমার মেয়ের আত্মা শান্তি পেল। "
আরও পড়ুন- তেলেঙ্গানায় এনকাউন্টারে খতম হায়দরাবাদ গণধর্ষণ কাণ্ডের ৪ অভিযুক্ত