দীপক ভরদ্বাজ খুনে জেরা স্ত্রী, পুত্রকে
বসপা নেতা এবং কোটিপতি ব্যবসায়ী দীপক ভরদ্বাজের খুনের ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনকে আটক করেছে পুলিস। জেরা করা হয়েছে আরও প্রায় ২০ জনকে। তাঁদের মধ্যে রয়েছেন দীপক ভরদ্বাজের স্ত্রী এবং ছোট ছেলেও। যদিও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
বসপা নেতা এবং কোটিপতি ব্যবসায়ী দীপক ভরদ্বাজের খুনের ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনকে আটক করেছে পুলিস। জেরা করা হয়েছে আরও প্রায় ২০ জনকে। তাঁদের মধ্যে রয়েছেন দীপক ভরদ্বাজের স্ত্রী এবং ছোট ছেলেও। যদিও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
বেশ কয়েক মাস যাবত দীপক ভরদ্বাজের স্ত্রী ও ছোট ছেলে নীতীশ আলাদা থাকতেন। সূত্রে খবর, নিহত নেতার প্রতি কোনও রাগ ছিল কিনা সেই বিষয়ে জানতেই তাঁদের জেরা করে পুলিস। নীতীশ এর আগে বাবার বিরুদ্ধে পুলিসের কাছে ডায়রি করেন। দীপকবাবুও ছেলের বিরুদ্ধে পালটা ডায়রি করেন।
পুলিস সূত্রে জানান হয়েছে খুব তাড়াতাড়িই এই খুনের রহস্য সমাধান করা যাবে। গতকালই হরিয়ানার ঝিন্দ থেকে একটি ধুসর স্কোডা গাড়ি উদ্ধার করা হয়। এই গাড়িটিই আততায়ীরা ব্যবহার করেছিল বলে পুলিসের অনুমান।
মঙ্গল সকালেই দক্ষিণ দিল্লিতে নিজের ফার্মহাউসে গুলিবিদ্ধ হয়ে খুন হন এই বিত্তবান বিএসিপি নেতা।