শ্রীলঙ্কা ইস্যুতে কেন্দ্রের ওপর চাপ তৈরির কৌশল জয়ললিতার
শ্রীলঙ্কার তামিল ইস্যুতে কেন্দ্রের ওপর চাপ তৈরির কৌশল নিল তামিলনাড়ু সরকার। পৃথক তামিল ইলম নিয়ে গণভোটের দাবি তুলেছে জয়ললিতা সরকার। তামিলনাড়ু বিধানসভায় আজ এই সংক্রান্ত একটি প্রস্তাবও গৃহীত হয়েছে। এই ইস্যুতে গণভোট চেয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব আনার জন্য কেন্দ্রের কাছে দাবি জানানো হয়েছে।
শ্রীলঙ্কার তামিল ইস্যুতে কেন্দ্রের ওপর চাপ তৈরির কৌশল নিল তামিলনাড়ু সরকার। পৃথক তামিল ইলম নিয়ে গণভোটের দাবি তুলেছে জয়ললিতা সরকার।
তামিলনাড়ু বিধানসভায় আজ এই সংক্রান্ত একটি প্রস্তাবও গৃহীত হয়েছে। এই ইস্যুতে গণভোট চেয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব আনার জন্য কেন্দ্রের কাছে দাবি জানানো হয়েছে।
পাশাপাশি, শ্রীলঙ্কাকে বন্ধু দেশ হিসেবে গণ্য না করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করেছে জয়ললিতা সরকার। শ্রীলঙ্কার সঙ্গে যাবতীয় বাণিজ্যিক লেনদেন বন্ধেরও দাবি তোলা হয়েছে।
এর আগে চেন্নাইয়ে আইপিএল ম্যাচে শ্রীলঙ্কার ক্রিকেটারদের খেলা নিয়ে আপত্তি তুলেছিলেন মুখ্যমন্ত্রী জয়ললিতা। সেই দাবি মেনে নিয়েছে বোর্ড।