Howrah Mumbai Express Derail: ফের লাইনচ্যুত রেল, দুর্ঘটনাগ্রস্ত হাওড়া-মুম্বই এক্সপ্রেস ট্রেনের ১৮ কামরা

Train Accident:  ঝাড়খণ্ডে চক্রধরপুরে লাইনচ্যুত রেল। হাওড়া-মুম্বইগামী রেল লাইনচ্যুত। ৬জন জখম, এড়ানো গিয়েছে বড় দুর্ঘটনা। কেন বারবার লাইনচ্যুত হচ্ছে রেল? উঠছে প্রশ্ন।   

Updated By: Jul 30, 2024, 08:37 AM IST
Howrah Mumbai Express Derail: ফের লাইনচ্যুত রেল, দুর্ঘটনাগ্রস্ত হাওড়া-মুম্বই এক্সপ্রেস ট্রেনের ১৮ কামরা
ফোটো- এএনআই

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের লাইনচ্যুত রেল, অল্পের জন্য রক্ষা। ঝাড়খণ্ডে চক্রধরপুরে লাইনচ্যুত রেল। হাওড়া - মুম্বই সিএসএমটি (12810) মুম্বই মেল দক্ষিণ পূর্ব রেলের চক্রধরপুর ডিভিশনের ঝাড়খণ্ডের রাজখোরাসান এবং বারাবাম্বু স্টেশনের মাঝে মঙ্গলবার ভোরবেলা লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনায় ইঞ্জিন ছাড়াও ট্রেনটির ১৮টি বগি লাইনচ্যুত হয়েছে বলে খবর। বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন। ৬জন জখম। মৃত ২। 

আরও পড়ুন, India Student in Abroad: বিদেশে পড়তে গিয়ে মৃত্যু ৬৩৩ জন পড়ুয়ার! সংসদে জানালেন বিদেশ প্রতিমন্ত্রী...

ত্রাণ ও উদ্ধার কাজ চলছে ৷ রেলের তরফে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে ৷ কীভাবে দুর্ঘটনা ঘটল তার কারণ এখনও স্পষ্ট নয়। তবে ট্রেনের গতি স্বাভাবিকের থেকে বেশি ছিল বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। সোমবার সন্ধ্যা ৭.৩৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ে হাওড়া-মুম্বই মেল৷ মঙ্গলবার ভোর ৪.৩০ টার সময় ঝাড়খণ্ডের চক্রধরপুর বিভাগের বারাবাম্বু-রাজখরসাওয়ান রেলওয়ে স্টেশনের মধ্যে পোটো বেদা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে ৷ ট্রেনটির চারটি সাধারণ বগি ছাড়া বাকি সব বগিগুলি লাইনচ্যুত হয়েছে বলে জানা গিয়েছে।

হাওড়া স্টেশনে খোলা হয়েছে হেল্প ডেস্ক। নম্বর দুটি হল- 033-26382217 এবং 94333-57920। প্রাথমিকভাবে স্থানীয়রাই উদ্ধারকাজে এগিয়ে আসে। ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন চক্রধরপুরের অ্যাডিশনাল ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার। দুটি রিলিফ ট্রেন পাঠানো হচ্ছে। একটি রিলিফ ট্রেন পৌঁছে গিয়েছে।

হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস লাইনচ্যুত(Howrah-CSMT Express) | Helpline Number: টাটানগর: 06572290324 চক্রধরপুর: 06587 238072 রৌরকেলা: 06612501072, 06612500244 হাওড়া: 9433357920, 03276757920, 0327675724-2326724। HWH হেল্প ডেস্ক: 033-26382217, 9433357920 SHM হেল্প ডেস্ক: 6295531471, 7595074427 KGP হেল্প ডেস্ক: 03222-293764 CSMT হেল্পলাইন অটো নম্বর 55993 P&T-4202042020471 40 নাগপুর: 7757912790

আরও পড়ুন, Gold Price: এক ধাক্কায় বিরাট বদল সোনার দামে, সস্তা হল রুপো

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.