মুজফ্ফরনগরে ট্রেন দুর্ঘটনায় ক্রমশ জোরালো হচ্ছে গাফিলতি তত্ত্ব, রেলমন্ত্রীর কড়া ব্যবস্থায় ছাড় পেলেন না পদস্থ কর্তারাও

Updated By: Aug 21, 2017, 12:20 PM IST
মুজফ্ফরনগরে ট্রেন দুর্ঘটনায় ক্রমশ জোরালো হচ্ছে গাফিলতি তত্ত্ব, রেলমন্ত্রীর কড়া ব্যবস্থায় ছাড় পেলেন না পদস্থ কর্তারাও

ওয়েব ডেস্ক: মুজফ্ফরনগরে ট্রেন দুর্ঘটনায় ক্রমশ জোরালো হচ্ছে গাফিলতি তত্ব। দুর্ঘটনার পরেই কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। সেই অনুযায়ী ছাড় পেলেন না পদস্থ কর্তারাও।  ইতিমধ্যেই ৪জন রেল অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। বদলি করা হয়েছে চিফ ট্র্যাক ইঞ্জিনিয়রকে। ছুটিতে পাঠানো হয়েছে DRM দিল্লি ও নর্দার্ন রেলের GM কে।

অন্যদিকে, ক্লাব দখলকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি। বারাকপুরের জাফরপুরে একটি ক্লাব দখল করা নিয়ে দুই পাড়ার মধ্যে বিবাদ চলছিল। রবিবার রাতে বাইক নিয়ে হঠাত এলাকায় ঢোকে চার যুবক। ছোট্টু দাস নামে এক যুবকের বাড়ির সামনে বোমা ছোড়ে তারা। আওয়াজ শুনে বেরিয়ে আসে স্থানীয় মানুষ। পালিয়ে যায় যুবকরা।

যাত্রীদের জীবন নিয়ে ছেলেখেলা করেছিল রেল? উৎকল-দুর্ঘটনায় উঠছে বিস্ফোরক অভি‌যোগ

.