'দলিত' বলে সংবিধানে কিছু নেই, জানাল হাইকোর্ট
জনৈক ব্যক্তির করা মামলার প্রেক্ষিতে এই পরামর্শ দিয়েছে গ্বালিয়র হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি সঞ্জয় যাদব ও বিচারপতি অশোক কুমারের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সরকার ও সরকারি কর্মচারীদের 'দলিত' শব্দটি ব্যবহার করা উচিত নয়।
ওয়েব ডেস্ক: সংবিধানে 'দলিত' শব্দটির উল্লেখ নেই। তাই কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলির এই শব্দটি ব্যবহার করা উচিত নয়। এক নির্দেশে জানাল মধ্যপ্রদেশ হাইকোর্ট।
জনৈক ব্যক্তির করা মামলার প্রেক্ষিতে এই পরামর্শ দিয়েছে গ্বালিয়র হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি সঞ্জয় যাদব ও বিচারপতি অশোক কুমারের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সরকার ও সরকারি কর্মচারীদের 'দলিত' শব্দটি ব্যবহার করা উচিত নয়।
আরও পড়ুন - করাতে হবে না রিচার্জ, ১ জিবির বদলে এবার থেকে দিনে ১.৫ জিবি ডেটা দেবে জিও
তবে বিচারপতিরা জানিয়েছেন, 'দলিত' শব্দের পরিবর্তে তপশিলি জাতি বা উপজাতি শব্দ ব্যবহার করে এমন কোনও নির্দেশিকা যেহেতু আবেদনকারী দেখাতে পারেননি তাই তাঁরা এব্যাপারে কোনও নির্দেশ জারি করছেন না।
আদালত জানিয়েছে, কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলি ও সরকারি কর্মচারীদের 'দলিত' শব্দটি ব্যবহার না করাই ভাল।