প্রধান বিচারপতিকে অপসারণের তোড়জোড় শুরু বিরোধীদের, নেতৃত্বে সিপিআইএম
সুপ্রিম কোর্টের ৪ বিচারপতির নজিরবিহীন ‘বিদ্রোহ’-এর পর এবার সম্ভবত প্রধান বিচারপতিকে অপসারণ করার তোড়জোড় শুরু হল। নেতৃত্বে সিপিএম।
নিজস্ব প্রতিবেদন: সুপ্রিম কোর্টের ৪ বিচারপতির নজিরবিহীন ‘বিদ্রোহ’-এর পর এবার সম্ভবত প্রধান বিচারপতিকে অপসারণ করার তোড়জোড় শুরু হল। নেতৃত্বে সিপিএম।
মঙ্গলবার দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, এনসিপি নেতা তারিক আনোয়ার ও জেডিইউ নেতা শরদ যাদবের সঙ্গে সাক্ষাত করেন। বিষয়টি নিয়ে কংগ্রেসও বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখেছে বলে খবর। সংবাদ সংস্থা সূত্রের খবর, প্রধান বিচারপতিকে ‘ইমপিচ’ করার পরিকল্পনা ছকতে খুব শীঘ্রই বিরোধীরা একটি বৈঠক ডাকছে।
আরও পড়ুন-নেতাজির জন্মদিনে নাম না-করে কেন্দ্রকে কটাক্ষ মমতার
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের ৪ বিচারপতি সম্প্রতি প্রধান বিচারপতির বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের দাবি, প্রধান বিচারপতি নিজের মর্জি মাফিক মামলা বণ্টন করছেন। ইয়েচুরির দাবি, ‘বিচারপতিরা যে অভিযোগ করেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দু'সপ্তাহ পার হয়ে গেল এখনও বিষয়টির কোনও সামাধান হয়নি। যেকোনও মূল্যে বিচারব্যবস্থায় নিরপেক্ষতা বজায় রাখতেই হবে। এক্ষেত্রে একমাত্র উপায় প্রধান বিচারপতির বিরুদ্ধে অপসারণের প্রস্তাব আনা।’
দিল্লিতে রাজনৈতিক মহলের খবর, আগামী বাজেট অধিবেশনেই বিরোধীরা প্রধান বিচারপতিকে অপসারণের প্রস্তাব আনতে পারে। সংবাদ মাধ্যমকে ইয়েচুরি বলেন, ‘আগামী ২৯ জানুয়ারি সংসদে অধিবেশন শুরু হচ্ছে। আমরা ওই অধিবেশনে প্রধান বিচারপতিকে অপসারণের প্রস্তাব উত্থাপনের চেষ্টা করব।‘