MP Bus Accident: ডাম্পারের সঙ্গে ধাক্কায় বাসে আগুন! ঝলসে মৃত ১৩, আহত ১৫

মৃতদের পরিবার পিছু ৪ লাখ ও জখমদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। আরও বাড়তে পারে মৃতের সংখ্যা। 

Updated By: Dec 28, 2023, 08:45 AM IST
MP Bus Accident: ডাম্পারের সঙ্গে ধাক্কায় বাসে আগুন! ঝলসে মৃত ১৩, আহত ১৫

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মধ্যপ্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনা। গুনা থেকে আরন যাওয়ার পথে ডাম্পারের সঙ্গে মুখোমুখি ধাক্কা।  সংঘর্ষের অভিঘাতে যাত্রীবাহী বাসে আগুন। ঝলসে মৃত ১৩।  অগ্নিদগ্ধ আরও ১৫।  জখমরা হাসপাতালে ভর্তি। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা ডাম্পারের। সংঘর্ষের অভিঘাতে উলটে যায় বাস। যার জেরেই আগুন লেগে যায় বাসে। মুহূর্তে গোটা বাসে ছড়িয়ে পড়ে সেই আগুন। ঘটনাটি ঘটেছে রাত সাড়ে ৮টা নাগাদ। মধ্যপ্রদেশের গুনায় আরোন সড়কের উপর একটি মন্দিরের কাছে দুর্ঘটনাটি ঘটে। গুনা পুলিস জানিয়েছে, গুনা থেকে আরোনগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ডাম্পারের। দুর্ঘটনার পর বাস উলটে যাওয়ায় বাসের কোনও যাত্রী-ই আর বাইরে বেরিয়ে আসতে পারেননি। বাসের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে ঝলসে মৃত্যু হয় ১১ জনের। পরে হাসপাতালে মৃত্যু হয় আরও ২ জনের। 

এদের পাশাপাশি আগুনে পুড়ে গুরুতর জখম হয়েছেন আরও ১৫ জন। জখমরা গুনা জেলা হাসপাতালে ভর্তি। এই বিপর্যয়ে শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। ক্ষতিপূরণের ঘোষণা করেছেন তিনি। মৃতদের পরিবারকে ৪ লাখ ও জখমদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভয়াবহ দুর্ঘটনার পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনা নিয়ে ডিএম ও এসপির সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও।

আরও পড়ুন, Bengaluru Nameplate Row: ইংরেজির পাশে নেই কন্নড় সাইনবোর্ড! ভাঙচুর-বিক্ষোভে উত্তাল বেঙ্গালুরু

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.