উত্তর-পূর্বের এই রুটে রেলে না চাপলে, ভারতীয় রেলের দেখলেনটা কী!

দেশের এই জায়গাগুলোতে রেলে চেপে যাওয়ার মজাই আলাদা। তার আগে বলে নিই, আজ রেল বাজেট। রেল নিয়ে আজ আপনার জানার শেষ নেই। প্রতিদিন যে জিনিসটায় সওয়ার হয়ে আপনার গন্তব্যে পৌঁছে যান, সেটা নিয়ে অন্যদিন হয়তো এত ভাবার সময় আপনার হয় না। যদি হয়ও, সেটাও শুধু বিরক্তির। কেন এত ভিড়। দরকারের সময় ট্রেন পাওয়া যায় না। ভাড়া দিনের পর দিন বেড়েই চলেছে।

Updated By: Feb 25, 2016, 12:41 PM IST
  উত্তর-পূর্বের এই রুটে রেলে না চাপলে, ভারতীয় রেলের দেখলেনটা কী!

ওয়েব ডেস্ক: দেশের এই জায়গাগুলোতে রেলে চেপে যাওয়ার মজাই আলাদা। তার আগে বলে নিই, আজ রেল বাজেট। রেল নিয়ে আজ আপনার জানার শেষ নেই। প্রতিদিন যে জিনিসটায় সওয়ার হয়ে আপনার গন্তব্যে পৌঁছে যান, সেটা নিয়ে অন্যদিন হয়তো এত ভাবার সময় আপনার হয় না। যদি হয়ও, সেটাও শুধু বিরক্তির। কেন এত ভিড়। দরকারের সময় ট্রেন পাওয়া যায় না। ভাড়া দিনের পর দিন বেড়েই চলেছে।

কিন্তু আজ আপনি অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন, রেলের কিছু ইতিবাচক দিক নিয়েও। সেইজন্যই আপনাকে আজ আমরা দিচ্ছি ভারতীয় রেল সম্পর্কে বিশেষ কিছু তথ্য। যেগুলো, আপনাকে খুবই ভালো লাগা কাজ করাবে। এখানেই দেখে নিন, ভারতীয় রেলে আরও ভালো করে বললে দেশের উত্তর-পূর্ব রেলওয়েতে না চাপলে কোনও মজাই নেই। চারিদিকে সবুজের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। জঙ্গল, সুড়ঙ্গ, রোমাঞ্চে ভরপুর এক রেল যাত্রা। দেখেই উপভোগ করুন।

 

.