দেশের সবথেকে দ্রুত গতির ট্রেনগুলো দেখুন, কু ঝিক ঝিক নয়, একেবারে হুশ....
দেশের সবথেকে দ্রুত গতির ট্রেনগুলোতে কি আপনি কখনও চেপেছেন? আচ্ছা, তার আগে বলে নিই, আজ রেল বাজেট। রেল নিয়ে আজ আপনার জানার শেষ নেই। প্রতিদিন যে জিনিসটায় সওয়ার হয়ে আপনার গন্তব্যে পৌঁছে যান, সেটা নিয়ে অন্যদিন হয়তো এত ভাবার সময় আপনার হয় না। যদি হয়ও, সেটাও শুধু বিরক্তির। কেন এত ভিড়। দরকারের সময় ট্রেন পাওয়া যায় না। ভাড়া দিনের পর দিন বেড়েই চলেছে।
![দেশের সবথেকে দ্রুত গতির ট্রেনগুলো দেখুন, কু ঝিক ঝিক নয়, একেবারে হুশ.... দেশের সবথেকে দ্রুত গতির ট্রেনগুলো দেখুন, কু ঝিক ঝিক নয়, একেবারে হুশ....](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/02/25/50407-highspeedtrain25-2-16.jpg)
ওয়েব ডেস্ক: দেশের সবথেকে দ্রুত গতির ট্রেনগুলোতে কি আপনি কখনও চেপেছেন? আচ্ছা, তার আগে বলে নিই, আজ রেল বাজেট। রেল নিয়ে আজ আপনার জানার শেষ নেই। প্রতিদিন যে জিনিসটায় সওয়ার হয়ে আপনার গন্তব্যে পৌঁছে যান, সেটা নিয়ে অন্যদিন হয়তো এত ভাবার সময় আপনার হয় না। যদি হয়ও, সেটাও শুধু বিরক্তির। কেন এত ভিড়। দরকারের সময় ট্রেন পাওয়া যায় না। ভাড়া দিনের পর দিন বেড়েই চলেছে।
কিন্তু আজ আপনি অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন, রেলের কিছু ইতিবাচক দিক নিয়েও। সেইজন্যই আপনাকে আজ আমরা দিচ্ছি ভারতীয় রেল সম্পর্কে বিশেষ কিছু তথ্য। যেগুলো, আপনাকে খুবই ভালো লাগা কাজ করাবে। এখানেই দেখে নিন, দেশের সবথেকে দ্রুত গতির ট্রেনগুলোকে। কু ঝিক ঝিক নয়, একেবারে হুশ..........।