আমিরি বোমায় এখনও দ্বিধা বিভক্ত বলিউড, ফারহার সমর্থন, বিপক্ষে বিবেক

অসহিষ্ণুতা ইস্যুতে মুখ খুলেই সমালোচনার মুখে পড়তে হয় আমির খানকে। সরকার পক্ষের বুদ্ধিজীবী থেকে শুরু করে শাসক দলের নেতা কর্মী, বিভিন্ন সিনেমা ব্যক্তিত্বরাও তাঁর বক্তব্যের সমালোচনায় মুখর হন। এরপরেই আমির আবারও বলেন,'ভারতীয় হয়ে তিনি যথেষ্টই গর্বিত। তিনি বা স্ত্রী কিরণ কখনওই ভারত ছেড়ে যাওয়ার কথা বলেননি।'

Updated By: Nov 26, 2015, 04:26 PM IST
আমিরি বোমায় এখনও দ্বিধা বিভক্ত বলিউড, ফারহার সমর্থন, বিপক্ষে বিবেক

ওয়েব ডেস্ক: অসহিষ্ণুতা ইস্যুতে মুখ খুলেই সমালোচনার মুখে পড়তে হয় আমির খানকে। সরকার পক্ষের বুদ্ধিজীবী থেকে শুরু করে শাসক দলের নেতা কর্মী, বিভিন্ন সিনেমা ব্যক্তিত্বরাও তাঁর বক্তব্যের সমালোচনায় মুখর হন। এরপরেই আমির আবারও বলেন,'ভারতীয় হয়ে তিনি যথেষ্টই গর্বিত। তিনি বা স্ত্রী কিরণ কখনওই ভারত ছেড়ে যাওয়ার কথা বলেননি।'

তিনি আরও বলেন,'তাঁর বক্তব্যকে ভুল প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। ভারতই হল তাঁর দেশ। ভারতে জন্মগ্রহণ করে তিনি খুবই খুশি।' এছাড়াও যারা তাঁকে জাতীয়তাবিরোধী বলেছেন তাঁদের উদ্দেশ্যে তিনি বলেন,"ভারতীয় হয়ে আমি খুবই গর্বিত।"

যারা তাঁর পাশে দাঁড়িয়েছে তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছে। ভারতের মত দেশের সততা, বৈচিত্র, সংস্কৃতি, ইতিহাস প্রভৃতি জিনিসগুলিকে রক্ষা করার দায়িত্ব সকল ভারতীয়র।

করিওগ্রাফার ফারহা খান বলেন,'দেশের মধ্যে কোথাও কোনও অসহিষ্ণুতা নেই। কিন্তু যদি কেউ নিজের দৃষ্টিকোণ থেকে কোনও কথা বলেন, তাহলে তার ওপর সকলের ঝাঁপিয়ে পড়াটাই মনে হয় আসল অসহিষ্ণুতা।'

কিন্তু আমিরের পাশে থেকে অভিনেতা বিবেক ওবেরয়ে বলেন,'আমিরকে এবং তাঁর অভিনয়কে তিনি খুবই শ্রদ্ধা করেন। কিন্তু তিনি মনে করেন সহিষ্ণুতার প্রতীক হল ভারতবর্ষ। হাজার বছর ধরে ভারত সারা বিশ্বকে শিখিয়েছে সহিষ্ণু হতে। যখন সারা দেশ ওপর ধর্মকে নিয়ে যুদ্ধে লিপ্ত ছিল সেখানে ভারতে বিভিন্ন ধর্মের মানুষ একত্রিত হয়ে বসবাস করেছে। ভারতের থেকেই সকলে ঐক্যবদ্ধ হয়ে থাকতে শিখেছে। তাই ভারত ছেড়ে যাওয়ার কথা কখনওই তিনি মনে করতে পারেন না।'
--------
আমিরি বোমায় অবস্থান:
পক্ষে :
ফারহা খান, রাজ কুমার হিরানী, জনি লিভার, জ্যাকি শ্রফ, রণবীর কাপূর, এআর রহমান

বিপক্ষে :
বিবেক ওবেরয়, ঋষি কাপূর, অনুপম খের, তসলিমা নাসরিন, পরেশ রাওয়াল, অনিল কাপূর

.