নাম না করে আমিরের সমালোচনা করলেন রাজনাথ সিং, পাল্টা দিলেন খাড়গেও
লোকসভায় অধিবেশন চলাকালীন আমির খানের নাম না করে তাঁকে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এদিন দেশের প্রথম প্রজাতন্ত্র দিবস এবং সাংবিধানিক স্বাধীনতার রূপকার বি আর আম্বেদকরকে টেনে এনে তিনি সংসদে বলেন, 'বি আর আম্বেদকরও কখনও দেশ ছাড়ার কথা ভাবেননি। এমনভাবে দেশ ছাড়ার কথা বললে, তাঁকে অসম্মানই করা হয়।'
ওয়েব ডেস্ক: লোকসভায় অধিবেশন চলাকালীন আমির খানের নাম না করে তাঁকে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এদিন দেশের প্রথম প্রজাতন্ত্র দিবস এবং সাংবিধানিক স্বাধীনতার রূপকার বি আর আম্বেদকরকে টেনে এনে তিনি সংসদে বলেন, 'বি আর আম্বেদকরও কখনও দেশ ছাড়ার কথা ভাবেননি। এমনভাবে দেশ ছাড়ার কথা বললে, তাঁকে অসম্মানই করা হয়।'
প্রসঙ্গত, আমির খান মাত্র দু'দিন আগেই একটি সাক্ষাত্কারে বলেছিলেন, 'দেশের অসহিষ্ণুতার যে বাতাবরণ তৈরি হয়েছে, তাতে আমার স্ত্রী কিরণও কখনও কখনও জিজ্ঞেস করে, আমাদের কি দেশ ছেড়ে চলে যাওয়া উচিত?'
আমিরের এই বক্তব্যের পরই তাঁকে পাল্টা আক্রমণ করা শুরু করেন বিজেপি নেতারা। তাঁর বাড়ির সামনেও বিক্ষোভ দেখানো হয়।
এদিন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীও সংসদে আমির খানের বক্তব্যের সমালোচনাই করেছেন।
এই প্রসংঙ্গে সংসদের বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, 'কেউ দেশ ছেড়ে যাওয়ার কথা বলেননি। আমির খান কখনওই দেশ ছেড়ে যাওয়ার কথা বলেননি। বরং যাঁরা এমন বলছেব, তাঁরাই বাইরে থেকে এসেছেন। আর্যরা বাইরে থেকে এ দেশে এসেছিল। আমরা গত ৫ হাজার বছর ধরে এখানে রয়েছি। এবং আক্রমণও সহ্য করছি। তারপরেও আমরা এ দেশেই থাকব।'