মেঘ ভাঙা বৃষ্টিতে ধস উত্তরাখণ্ডে, বন্যায় ভয়ঙ্কর বিপর্যস্ত Dharamshala

সোমবার কাংড়া জেলায় হড়পা বানের জেরে ভয়ঙ্কর পরিস্থিতি হল। 

Updated By: Jul 12, 2021, 05:05 PM IST
মেঘ ভাঙা বৃষ্টিতে ধস উত্তরাখণ্ডে, বন্যায় ভয়ঙ্কর বিপর্যস্ত Dharamshala

নিজস্ব প্রতিবেদন: বেশকিছুদিন ধরেই প্রবল বর্ষা চলছে হিমাচল প্রদেশে। তারইমধ্যে সোমবার কাংড়া জেলায় হড়পা বানের জেরে ভয়ঙ্কর পরিস্থিতি হল। বর্ষার প্রবল দাপট দেখল হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড। মেঘ ভাঙা বৃষ্টির জেরে ভয়ঙ্কর বিপর্যয় নামল এই সকল এলাকায়।

হিমাচল প্রদেশের ধরমশালায়, ভাগসু নাগ গ্রামের রাস্তায় বন্যার জল বয়ে গেছে, পার্কিং গাড়িগুলিকে ক্ষতিগ্রস্থ করেছে। অন্তত ১৫ থেকে ২০টি গাড়ি তাতে ভেসে গিয়েছে। হিমাচল প্রদেশের মঞ্ঝি নদীর জল ভয়ঙ্কর গতিতে এসে আছড়ে পড়েছে ধরমশালার পার্বত্য পথে। 

আরও পড়ুন, বাজ বিপর্যয়ে দেশে মৃত ৬৮! শুধু উত্তরপ্রদেশেই ৪১, ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর

জলের তোড়ে ভেসে যাচ্ছে একের পর এক গাড়ি। ম্যাকলয়েডগঞ্জের পুলিশ আধিকারিকের বিপিন চৌধুরীর তোলা ৩৭ সেকেন্ডের ভিডিয়োয় হড়পা বানের বিধ্বংসী রূপ ধরা পড়েছে।  ভয়াবহ সেই দৃশ্যের ভিডিও ভাইরাল হয়েছে। ধরমশালার মনোরম পরিবেশে হঠাৎ করেই নেমে এল ভয়ঙ্কর বিপর্যয়। প্রবল বর্ষণে ফ্ল্যাশ ফ্লাডে ভাসল ধরমশালা।

মঙ্গলবারের জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা৷ বুধবার এবং বৃহস্পতিবারের জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা৷ প্রসঙ্গত, কয়েক বছর আগে এই মেঘ ভাঙা বৃষ্টিতে ধুয়ে মুছে সাফ হয়ে হিয়েছিল কেদারনাথের গৌরী কুণ্ড।

.