Monkeypox: বাড়ছে মাঙ্কিপক্সের আতঙ্ক, বিদেশ থেকে আসা যাত্রীদের খুঁটিয়ে পরীক্ষা করতে নির্দেশ কেন্দ্রের
কেন্দ্রের ওই নির্দেশিকায় বলা হয়েছে, বিদেশ থেকে আসা যাত্রীদের খুব গুরুত্ব গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে যাতে দেশে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ার সম্ভাবনা একেবারে কমে আসতে পারে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাঙ্কিপক্সে আক্রান্ত ২ রোগীর সন্ধান মিলেছে কেরালায়। ফলে এনিয়ে উদ্বেগ বাড়ছে গোটা দেশে। এরপরই এনিয়ে সতর্ক হয়ে গেল কেন্দ্র।
সোমবার দেশের সব বিমানবন্দর ও নৌবন্দরগুলিকে কেন্দ্র জানিয়ে দিল বিদেশ থেকে আস সব যাত্রীদের খুঁটিয়ে পরীক্ষা করতে হবে। দেখাতে হবে তাদের কারও মাঙ্কিপক্সের উপসর্গ রয়েছে কিনা।
কেন্দ্রের ওই নির্দেশিকায় বলা হয়েছে, বিদেশ থেকে আসা যাত্রীদের খুব গুরুত্ব গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে যাতে দেশে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ার সম্ভাবনা একেবারে কমে আসতে পারে। কেন্দ্রে দেওয়া মাঙ্কিপক্সের গাইডলাইন অনুয়ায়ী ওইসব যাত্রীদের পরীক্ষা করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলতে হবে।
উল্লেখ্য, এখনওপর্যন্ত ২ জন মাঙ্কিপক্স রোগীর দেখা মিলেছে কেরালায়। হু-ও এনিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এখনওপর্য়ন্ত পাওয়া তথ্য অনুযায়ী মাঙ্কিপক্সে আক্রান্তদের অধিকাংশ পুরুষ। এদের বয়স ৩৭ এর নীচে। যৌন সংসর্গেও ছড়াচ্ছে মাঙ্কিপক্স। অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে রোগীর ধুম জ্বর হচ্ছে, শরীরে বিভিন্ন অংশ গাঁট ফুলে যাচ্ছে, চিকেন পক্সের মতো ক্ষত হচ্ছে শরীরে।
আরও পড়ুন- স্টোকসই টক্কর দেওয়া সেরা লড়াকু প্রতিপক্ষ, বলে দিলেন বিরাট কোহলি