সোনার দোকানে চুরি, কিন্তু চোর কে?

রাতে দোকানে কাজ সেরে বাড়ি ফিরেছিলেন। জানতেনও না সকালে ফিরে এসে এই দৃশ্য দেখতে হবে। সেই সঙ্গে পড়েছেন ফ্যাসাদেও। কারণ বুঝতে পারছেন না কার বিরুদ্ধে ব্যবস্তা নেবেন। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায়।

Updated By: Jun 5, 2016, 11:05 AM IST
সোনার দোকানে চুরি, কিন্তু চোর কে?

ওয়েব ডেক্স : রাতে দোকানে কাজ সেরে বাড়ি ফিরেছিলেন। জানতেনও না সকালে ফিরে এসে এই দৃশ্য দেখতে হবে। সেই সঙ্গে পড়েছেন ফ্যাসাদেও। কারণ বুঝতে পারছেন না কার বিরুদ্ধে ব্যবস্তা নেবেন। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায়।

এবার আসা যাক আসল ঘটনায়। গুন্টুরের একটি সোনার দোকান। মালিক থাকেন দোকান থেকে কিছুটা দূরের রোজকার মতো গত পরশু দিনও রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরেছিলেন তিনি। পরদিন অর্থাত্‍, গতকাল দোকানে গিয়ে জানতে পারেন দেখান থেকে খোয়া গেছে নগদ ১০ হাজার টাকা। জানা মাত্রই পুলিসকে ফোন করে বসেন ওই ব্যবসায়ী। চোরের খোঁজে শুরু হয় তল্লাশি। পুলিস এসে দেখতে চান সিসিটিভি ফুটেজ। আর যেই না ফুটেজ দেখতেই বেরিয়ে আসে চোরের হদিশ।

জানেন চোরটি কে?
আস্ত একটি হনুমান। দোকানে কেউ না থাকার সুবাদে সেটি ঢুকে পড়ে দোকানে। এদিক-ওদিক ঘুরে অবশেষে হারিজ হয় ক্যাশ বাক্সের সামনে। তারপরই হাতসাফাইটি সেরে ফেলে সে!

  

.