মুম্বই-পুণে জাতীয় সড়কে বাস ও গাড়ির সংঘর্ষ, মৃত ১৭

পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১৭ জনের। ঘটনাটি ঘটেছে মুম্বই-পুনে এক্সপ্রেস ওয়ের উপর। ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। আজ ভোরে এই ঘটনার পর নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিস। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Updated By: Jun 5, 2016, 08:47 AM IST
মুম্বই-পুণে জাতীয় সড়কে বাস ও গাড়ির সংঘর্ষ, মৃত ১৭

ওয়েব ডেক্স : পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১৭ জনের। ঘটনাটি ঘটেছে মুম্বই-পুনে এক্সপ্রেস ওয়ের উপর। ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। আজ ভোরে এই ঘটনার পর নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিস। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

জানা গেছে, আজ ভোরে বাসটি দ্রুত গতিয়ে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা দুটি গাড়িতে সজাসুজি ধাক্কা মারে। এরপরই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি নয়নজুলিতে উল্টে যায়। দুর্ঘটনার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১২ জনের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়েছে বাকি পাঁচ জনের। পুলিস সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চিকিত্‍সা চলছে হাসপাতালে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

.