'তিন তালাক' সংক্রান্ত আজকের রায় ঐতিহাসিক, মুসলিম মহিলাদের ক্ষমতায়নে সহায়ক হবে : মোদী
Updated By: Aug 22, 2017, 08:16 PM IST
ওয়েব ডেস্ক: 'তিন তালাক' প্রথা সংক্রান্ত আজকের রায় ঐতিহাসিক, এই রায় মুসলিম মহিলাদের সাম্যের অধিকার প্রতিষ্ঠা করল এবং তাঁদের ক্ষমতায়নে সহায়ক হবে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী মোদী। প্রসঙ্গত, ১৪০০ বছরের প্রাচীন 'তিন তালাক' প্রথা 'ইসলামের অবিচ্ছেদ্য অঙ্গ' কি না, সেই প্রসঙ্গে রায় দিতে গিয়ে আজ প্রথাটিকে 'অসাংবিধানিক' বলে ঘোষণা করে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি জেএস কেহরের নেতৃত্বাধীন ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চের ৩ বিচারপতি 'তিন তালাক'কে 'অসাংবিধানিক' বলার পক্ষে মত দিয়েছেন, এবং ২ বিচারপতি ভিন্ন মত হয়েছেন। আপাতত এই প্রথাটির উপর আগামী ৬ মাসের স্থগিতাদেশ জারি করা হয়েছে দেশের শীর্ষ আদালতের তরফে এবং কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয়েছে এবিষয়ে সুনির্দিষ্ট আইন প্রণয়ন করার জন্য।