বিমা বিল পাশ করাতে যৌথ অধিবেশনই কি মোদীর শেষ পন্থা? সংসদ জুড়ে উঠছে প্রশ্ন

আর্থিক সংস্কারে বাধা সংখ্যা। রাজ্যসভায় ম্যাজিক ফিগার থেকে বহুদূরে NDA। বিরোধিতার ইঙ্গিত দিয়েছে বিরোধীরাও। বিমা বিল পাস করাতে কি যৌথ সংসদীয় অধিবেশনের পথে হাঁটবে মোদী সরকার? উঠছে প্রশ্ন।  

Updated By: Nov 24, 2014, 08:17 PM IST
বিমা বিল পাশ করাতে যৌথ অধিবেশনই কি মোদীর শেষ পন্থা? সংসদ জুড়ে উঠছে প্রশ্ন

নয়া দিল্লি: আর্থিক সংস্কারে বাধা সংখ্যা। রাজ্যসভায় ম্যাজিক ফিগার থেকে বহুদূরে NDA। বিরোধিতার ইঙ্গিত দিয়েছে বিরোধীরাও। বিমা বিল পাস করাতে কি যৌথ সংসদীয় অধিবেশনের পথে হাঁটবে মোদী সরকার? উঠছে প্রশ্ন।  

উন্নয়নের ঘোড়া ছোটাবেন। এই নির্বাচনী প্রতিশ্রুতি পালনে দ্বিতীয় দফার আর্থিক সংস্কার আনতে চান নরেন্দ্র মোদী। এইলক্ষ্যে সহযোগিতা চেয়েছেন বিরোধীদের।  

সরকারে আসার ঠিক ৬ মাসের মাথায় মোদী সরকারের লক্ষ্য, বিমা আইন সংশোধনী  সহ একাধিক সংস্কারের বিল পাস করিয়ে নেওয়া। কিন্তু, বাদ সাধছে সংখ্যা।

সংসদীয় সমীকরণ বলছে, ২৪৫ সদস্যের রাজ্যসভায় বিল পাস করানোর ম্যাজিক ফিগার একশো তেইশ। তার ধারেকাছে নেই NDA।

লোকসভায় ইতিমধ্যেই পাস হয়েছে বিমা বিল। এই বিল রাজ্যসভায় পাস করাতে বিরোধীদের সমর্থন চাই। কী বলছেন বিরোধীরা?  

বিল পাসে সংখ্যা জোগাড়ে অনিশ্চয়তা থাকায় তাই বিকল্পও ভেবে রাখছে মোদী সরকার। তা হল, সংসদের যৌথ অধিবেশন ডেকে বিল পাস করানো।

যৌথ অধিবেশনে সংখ্যা গরিষ্ঠতা পেতে ম্যাজিক ফিগার ৩৯৬। দুই কক্ষ মিলিয়ে NDA-র মোট সদস্য সংখ্যা  ৩৯৩। প্রয়োজন আরও তিনজনের সমর্থন।   

রাজনৈতিক মহলের মতে, যৌথ অধিবেশনে তিনটি ভোট জোগাড় করা বিজেপির পক্ষে সমস্যা হবে না। কিন্তু,  রাজ্যসভায় বিমা বিল পাসে ব্যর্থ হলে বিজেপি কি  এগোবে যৌথ অধিবেশনের দিকেই?

 

.