'উত্তরপ্রদেশই দেশকে বিকাশের পথ দেখাবে,' বিরোধীদের তোপ দেগে বললেন মোদী

'রাম মন্দির নির্মাণ থেকে ৩৭০ ধারা রদ, ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন ৫ অগাস্ট', বললেন মোদী

Updated By: Aug 5, 2021, 03:07 PM IST
'উত্তরপ্রদেশই দেশকে বিকাশের পথ দেখাবে,' বিরোধীদের তোপ দেগে বললেন মোদী

নিজস্ব প্রতিবেদন: উত্তরপ্রদেশে অন্ন যোজনার (Uttarpradesh) গ্রাহকদের সঙ্গে আলাপচারিতায় যোগীরাজ্যের ভূয়সী প্রশংসা করলেন মোদী। একইসঙ্গে ফের একবার বিরোধীদের একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  (Narendra Modi)। একের পর এক আক্রমণ শানিয়ে মোদী বলেন, 'আগে দেশের সঙ্কটে সবাই ঐক্যবদ্ধ হত। এখন বিরোধীরা দেশহিতের বিপক্ষে।' রাজনৈতিক স্বার্থে সংসদের অবমাননা করে চলেছেন বিরোধীরা, কটাক্ষ মোদীর। 

অলিম্পিকে ভারতের পদক জয়ের সঙ্গে বিরোধীদের তুলনা টেনে আনেন মোদী। বলেন, 'দেশ যখন একের পর এক অলিম্পিকে একের পর এক গোল করছে তখন দেশের জয় নিয়ে লেশমাত্র নেই বিরোধীদের। আত্মঘাতী গোলেই ব্যস্ত তাঁরা।' 

আরও পড়ুন: Monsoon Session: সংসদের কাঁচের দরজা ভাঙার অভিযোগ, শান্তনুর পর বিতর্কে অর্পিতা

আরও পড়ুন: Kerala TMC: 'ভারত বাঁচাতে দিদিকে চাই,' বাম শাসিত কেরলে নতুন করে যাত্রা তৃণমূলের

মোদী বলেন, 'পরিবার নয়, পরিশ্রমেই আত্মনির্ভর হবে ভারত। দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ৫ অগাস্ট।' কাশ্মীরে ৩৭০ ধারা রদ ও  অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ভূমিপূজার বর্ষপূর্তির কথা উল্লেখ করেন মোদী।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.