দীপাবলীর আলোর মতো বিনিয়োগের আশা নিয়ে লন্ডন পাড়ি দিলেন প্রধানমন্ত্রী মোদী

ব্রিটেন সফরের উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেড় বছর আগে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে বিভিন্ন দেশে সফর করেছেন। কিন্তু তাঁর ব্রিটেন সফর এই প্রথমবার। এবার তিনি সাক্ষাত্‍ করবেন ডেভিড ক্যামেরনের সঙ্গে।

Updated By: Nov 12, 2015, 09:53 AM IST
 দীপাবলীর আলোর মতো বিনিয়োগের আশা নিয়ে লন্ডন পাড়ি দিলেন প্রধানমন্ত্রী মোদী

ওয়েব ডেস্ক: ব্রিটেন সফরের উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেড় বছর আগে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে বিভিন্ন দেশে সফর করেছেন। কিন্তু তাঁর ব্রিটেন সফর এই প্রথমবার। এবার তিনি সাক্ষাত্‍ করবেন ডেভিড ক্যামেরনের সঙ্গে।
তিন দিনের সফর শুরু করার আগে প্রধানমন্ত্রী ট্যুইট করেছেন, 'ব্রিটেন সফরের আগে আমি আশাবাদী, এই সফর দু-দেশের মধ্যে আর্থিক লেনদেন অনেক সুদৃঢ় করবে। ভারতে অনেকবেশি বিদেশি বিনিয়োগ আসবে।'
আজ বিকেলে লন্ডেন নামার পর মোদী ১০ ডাউনিং স্ট্রিটে যুগ্মভাবে সাংবাদিক সম্মেলনও করবেন। তিনিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে ভাষণ দেবেন।
লন্ডনে পড়াশোনা করার সময় বি আর আম্বেদকর যে বাড়িতে থাকতেন, সেখানেও যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

.