পাঠানকোট এয়ারবেসে দাঁড়িয়েই, সেনা ও বাহিনীকে দরাজ সার্টিফিকেট প্রধানমন্ত্রীর

সমন্বয়ের কোনও অভাব ছিল না। অত্যন্ত দ্রুত সিদ্ধান্ত নিয়ে তত্‍পরতার সঙ্গে অভিযান হয়েছে। সমন্বয় নিয়ে যাবতীয় অভিযোগ খারিজ করে পাঠানকোট এয়ারবেসে দাঁড়িয়েই, সেনা ও বাহিনীকে দরাজ সার্টিফিকেট প্রধানমন্ত্রীর। পাঠানকোট নিয়ে চলা  যাবতীয় প্রশ্নে ,কী ইতি টানতে পারলেন মোদী?

Updated By: Jan 9, 2016, 09:00 PM IST
পাঠানকোট এয়ারবেসে দাঁড়িয়েই, সেনা ও বাহিনীকে দরাজ সার্টিফিকেট প্রধানমন্ত্রীর

ওয়েব ডেস্ক: সমন্বয়ের কোনও অভাব ছিল না। অত্যন্ত দ্রুত সিদ্ধান্ত নিয়ে তত্‍পরতার সঙ্গে অভিযান হয়েছে। সমন্বয় নিয়ে যাবতীয় অভিযোগ খারিজ করে পাঠানকোট এয়ারবেসে দাঁড়িয়েই, সেনা ও বাহিনীকে দরাজ সার্টিফিকেট প্রধানমন্ত্রীর। পাঠানকোট নিয়ে চলা  যাবতীয় প্রশ্নে ,কী ইতি টানতে পারলেন মোদী? নাকি সমন্বয় নিয়ে অভিযোগ আড়াল করতেই মুখ খুললেন প্রধানমন্ত্রী? প্রশ্নটা ফের উঠছে নতুন করে। সমন্বয়ের অভাব খুঁজে পেয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী। সমন্বয়ের অভাব খুঁজে পাওয়া গিয়েছিল দোশরা জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কথাতেও। তিনি জানিয়ে দিয়েছিলেন, পাঁচ জঙ্গিই মারা গিয়েছে। অভিযান শেষ। কিন্তু তেশরা জানুয়ারি ভোররাতের জঙ্গি হামলায় বলে দেয় সমন্বয়ে ফাঁক রয়েছে।  হামলা চলাকালীন একাধিকবার সেনা ও বিভিন্ন নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয় না থাকার অভিযোগ উঠেছে নানা মহলে। শনিবার পাঠানকোট এয়ারবেসে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী অবশ্য ভিন্ন সুরে মুখ খুলেছেন। সেনাঘাটি পরিদর্শনের পর তাঁর টুইট......Noted with satisfaction the decision-making & its execution, the considerations that went into our tactical response"। দ্রুত সিদ্ধান্ত নিয়ে যেভাবে অভিযান পরিচালিত হয়েছে, .......। ' মোদীর এই সার্টিফিকেটের পরেই, মাঠে নামে কংগ্রেস। কোন পর্যায়ে খামতির জেরে পাঠানকোট হামলা হল, তা নিশ্চিত করে, সেই বাহিনীকে দায়ী করা উচিত ছিল প্রধানমন্ত্রীর। মন্তব্য কংগ্রেস মুখপাত্র । প্রশ্নের মুখে পড়ে অজিত দোভালের ভূমিকাও।

.