LIVE Update : মিজোরামে ধাক্কা খেল কংগ্রেস, এগিয়ে এমএনএফ
২৮ নভেম্বর মিজোরামের ৪০ আসনে ভোটগ্রহণ করা হয়। প্রায় ৮০.৫ শতাংশ ভোট পড়ে মিজোরামে।
নিজস্ব প্রতিবেদন : মিজোরামের ৪০ আসনে সকাল আটটা থেকেই ভোটগণনা শুরু হয়ে গিয়েছে। মিজোরামে ক্ষমতায় কে আসবে জানা যাবে আজই। গত ১০ বছর ধরে এখানে ক্ষমতায় রয়েছে কংগ্রেস।
LIVE UPDATE
এখনও পর্যন্ত ৯টি আসনে ফল ঘোষণা হয়েছে। এর মধ্যে এমএনএফ জিতেছে ৮টি আসনে। একটিতে জয় পেয়েছে নির্দল প্রার্থী।
বিজেপি এগিয়ে একটি আসনে। অন্যান্যরা এগিয়ে রয়েছে ৫টি।
মিজোরামে জোর ধাক্কা খেল কংগ্রেস। তারা মাত্র ৬টি আসনে এগিয়ে। তাদের মুখ্যমন্ত্রী দুটি আসনেই হেরেছে।
মিজো ন্যাশনাল ফ্রন্ট এগিয়ে ১৯টি আসনে। সরকার গড়ার পথে এগিয়ে তারা।
মিজোরামে সরকার গড়ার জন্য যেকোনও দলের প্রয়োজন ২১টি আসন।
কিন্তু এবার সেখানে মিজো ন্যাশনাল ফ্রন্টের সঙ্গে জোট করেছে বিজেপি। কংগ্রেসকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে বিজেপি। বিজেপির সামনেও উত্তর-পূর্বে তাদের শেষ ঠিকানা ধরে রাখার জন্য সর্বশক্তি দিয়ে ঝাপাচ্ছে কংগ্রেস।
Visuals from outside a counting centre in Aizawl. Counting of votes for #MizoramAssemblyElections2018 will start at 8 am today. pic.twitter.com/BB2jxdz0mI
— ANI (@ANI) December 11, 2018
৪০ আসনের মিজোরাম বিধানসভা ভোটে ২০৯ জন প্রার্থী ছিলেন। তবে ৩৯টি আসনে প্রার্থী দিয়েছিল বিজেপি। যদিও আজ পর্যন্ত এই রাজ্যে কোনও আসন জিততে পারেনি তারা।
একনজরে দেখে নিই ২০১৩ সালে বিধানসভা নির্বাচনের ফলাফল :
কংগ্রেস - ৩৪
মিজো ন্যাশনাল ফ্রন্ট - ৫
মিজোরাম পিপলস কনফারেন্স -১
Live TV-তে দেখুন লেটেস্ট আপডেট
২৮ নভেম্বর মিজোরামের ৪০ আসনে ভোটগ্রহণ করা হয়। প্রায় ৮০.৫ শতাংশ ভোট পড়ে মিজোরামে। মঙ্গলবার সকাল ৮টা থেকে ৩৪৭টি টেবিলে ১৪০০ ভোটকর্মী ভোটগণনার কাজ শুরু করেছেন। বুথ ফেরত্ সমীক্ষা বলছে, এবার কংগ্রেসকে টেক্কা দিতে পারে মিজো ন্যাশনাল ফ্রন্ট-বিজেপি জোট। কংগ্রেস ১৫ আসনে জিতলে বিজেপি জোট ১৯টি আসনে জেতার সম্ভাবনা রয়েছে।