ছোটখাটো করফাঁকির ক্ষেত্রে কোনও মামলা হবে না, সাফ জানালেন সীতারমন
সীতারমণ বলেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণেই রয়েছে। বহুদিন ধরেই তা ৪ শতাংশের কমেই বেঁধে রাখা হয়েছে
নিজস্ব প্রতিবেদন: আয়করদাতাদের জন্য স্বস্তি। আয়কর সংক্রান্ত ছোটখাট ফাঁকি বা অপরাধের ক্ষেত্রে মামলা করা হবে না। জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
আরও পড়ুন-চুরি করতে এসে গুছিয়ে রান্নাবান্না করে খেল চোরের দল! তারপর বাড়ি 'ফাঁকা' করে চম্পট
শনিবার দিল্লিতে এক সাংবাদিক সম্মলনে সীতারমন বলেন, যেসব ক্ষেত্রে বড়সড় গলদ ধরা পড়বে সেইসব ক্ষেত্রেই আইনি ব্যবস্থা নেওয়া হবে। ছোটখাট অপরাধের ক্ষেত্রে কোনও মামলা হবে না।
#WATCH Finance Minister Nirmala Sitharaman addresses the media in Delhi https://t.co/wM1lhQOar3
— ANI (@ANI) September 14, 2019
সীতারমন আরও বলেন, ২৫ লাখ টাকার কম আয়কর বকেয়ার ক্ষেত্রে ২ উচ্চপদস্থ আধিকারিকের সিদ্ধান্তেই একমাত্র আইনি ব্যবস্থা নেওয়া হবে। তার মানে এই নয় কেউ চাইলেই কারএ বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে।
আরও পড়ুন-রাষ্ট্রভাষা হিসেবে হিন্দিই ঐক্যবদ্ধ করতে পারে দেশকে, সওয়াল অমিত শাহের
দেশে মুদ্রাস্ফীতি অনেকটাই বেড়েছে বলে সুর চড়িয়েছে বিরোধী শিবির। এনিয়ে সীতারমণ বলেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণেই রয়েছে। বহুদিন ধরেই তা ৪ শতাংশের কমেই বেঁধে রাখা হয়েছে। শীঘ্রই উত্পাদন শিল্পে জোয়ার আসবে। দেশে বিপুল বিদেশি বিনিয়োগ আসবে এমন একটা স্পষ্ট ইঙ্গিত দেখা যাচ্ছে।