১ জুলাই থেকে ফিরছে এটিএম থেকে টাকা তোলা ও মিনিমাম ব্যালান্স রাখার পুরনো নিয়ম!

আগামী ১ জুলাই থেকে বদলে যেতে পারে ব্য়াঙ্কের বেশকিছু নিয়মকানুন। এর মধ্যে রয়েছে মিনিমাম ব্যালান্স, বিনা চার্জে এটিএম থেকে টাকা তোলার নিয়মও।

Edited By: সিকান্দর আবু জ়াফর | Updated By: Jun 29, 2020, 05:47 PM IST
 ১ জুলাই থেকে ফিরছে এটিএম থেকে টাকা তোলা ও মিনিমাম ব্যালান্স রাখার পুরনো নিয়ম!
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: আগামী ১ জুলাই থেকে বদলে যেতে পারে ব্য়াঙ্কের বেশকিছু নিয়মকানুন। এর মধ্যে রয়েছে মিনিমাম ব্যালান্স, বিনা চার্জে এটিএম থেকে টাকা তোলার নিয়মও।

আরও পড়ুন-৫ লক্ষ মানুষের মৃত্যু! আক্রান্ত ১ কোটি, কোভিড হানায় জর্জরিত বিশ্ব

দেশ করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে গত ২৪ মার্চ বেশকিছু আর্থিক পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আয়কর, জিএসটি, কাস্টমস ডিউটি ও ব্যাঙ্ক ক্ষেত্রে বেশকিছু ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী।  ছাড় দেওয়া হয়েছিল ব্যাঙ্কে মিনিমান ব্যালান্স রাখার নিয়ম ও এটিএম থেকে টাকা তোলার নিয়মেও। ওই ছাড়ের মেয়াদ ছিল ৩ মাস। অর্থাত্ আগামী ৩০ জুন তা শেষ হচ্ছে।

অর্থমন্ত্রীর ঘোষণা ছিল

যে কোনও ব্যাঙ্কের এটিএম থেকে বিনা চার্জে ৩ মাস টাকা তোলা যাবে।

মিনিমাম ব্যালান্সের সীমা থাকবে না।

ডিজিটার লেনদেনের ক্ষেত্রে চার্জ কম করা হবে।

আরও পড়ুন-ভাঙছে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন! হুরিয়ত কন্ফারেন্স ছাড়লেন আলি শাহ গিলানি

এখন ওইসব ছাড়ের মেয়াদ যদি সরকার না বাড়ায় তাহলে ফিরবে আগের নিয়ম। ফলে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে ফের বিধিনিষেধ জারি হবে। নির্দিষ্ট সংখ্যকবারই বিনা চার্জে টাকা তোলা যাবে।  মিনিমাম ব্যালান্স আগের নিয়মেই রাখতে হবে। তা না করলেই জরিমানা কাটা হতে পারে।

.