Video: মিথ্যে অভিযোগে হেনস্থা করছে ইডি, বিদেশ থেকে ভিডিয়ো বার্তায় দাবি মেহুল চোকসির
চোকসির কাছে একগুচ্ছ প্রশ্ন পাঠিয়েছিল সংবাদসংস্থা ANI. তার জবাবে মঙ্গলবার অ্যান্টিগা থেকে ভিডিও বার্তায় চোকসি বলেন, 'ইডির আনা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন। ওরা অকারণে আমার সম্পদের ওপর হামলা চালাচ্ছে।'
নিজস্ব প্রতিবেদন: বিদেশে গোপন আস্তানায় বসে ভিডিও বার্তা প্রকাশ করে নিজের বিরুদ্ধে যাবতীয় অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করলেন মেহুল চোকসি। ১৩,৬০০ কোটি টাকা পিএনবি দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত মেহুলের দাবি, তাঁর বিরুদ্ধে ইডি-র আনা যাবতীয় অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। এমনকী তাঁর সম্পত্তি বেআইনিভাবে বাজেয়াপ্ত করা হচ্ছে বলেও পালটা অভিযোগ করেছেন তিনি।
চোকসির কাছে একগুচ্ছ প্রশ্ন পাঠিয়েছিল সংবাদসংস্থা ANI. তার জবাবে মঙ্গলবার অ্যান্টিগা থেকে ভিডিও বার্তায় চোকসি বলেন, 'ইডির আনা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন। ওরা অকারণে আমার সম্পদের ওপর হামলা চালাচ্ছে।'
হায়দরাবাদ জোড়া বিস্ফোরণ মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন এক জনের
তাঁর পাসপোর্ট বাতিলের প্রতিবাদেও এদিন সরব হন চোকসি। তিনি বলেন, 'কেন পাসপোর্ট বাতিল হল তা না-জানা পর্যন্ত পাসপোর্ট জমা দেওয়ার প্রশ্ন নেই। এব্যাপারে আমাকে কোনও সন্তোষজনক ব্যাখ্যা দেওয়া হয়নি। পাসপোর্ট বাতিল হওয়ায় আমি কোথাও যেতে পারছি না। গত ১৬ ফেব্রুয়ারি পাসপোর্ট বাতিল করা হয়েছে বলে জানিয়ে আমার কাছে একটি মেইল আসে। ২০ ফেব্রুয়ারি সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ করে আমি মুম্বই ক্ষেত্রীয় পাসপোর্ট দফতরে ই-মেইল করি। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। ই-মেইলে জানানো হয়েছিল, জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় আমার পাসপোর্ট বাতিল করা হয়েছে। কিন্তু কী ভাবে আমি জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হলাম তার ব্যাখ্যা পাসপোর্ট দফতর দেয়নি।'
#WATCH PNB Scam accused Mehul Choksi on his passport revocation. Please note: ANI questions were asked by Mehul Choksi's lawyer in Antigua. pic.twitter.com/dwuPnOPaxd
— ANI (@ANI) September 11, 2018
ইতিমধ্যে মেহুল চোকসির বিরুদ্ধে ইন্টারপোলকে রেড কর্নার নোটিস জারির আবেদন জানিয়েছে ইডি। ইডির এই নোটিসের বিরুদ্ধে পালটা আবেদন জানিয়েছেন চোকসিও। বিষয়টির নিষ্পত্তি না হওয়ায় চোকসির বিরুদ্ধে এখনো রেড কর্নার নোটিস জারি করেনি ইন্টারপোল।