নিজেদের সমঝোতাই অস্বীকার করছে বিজেপি, অমিতকে বিঁধে বিস্ফোরক মেহবুবা
অমিত শাহের আক্রমণের পাল্টা দিলেন জম্মু-কাশ্মীরের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।
নিজস্ব প্রতিবেদন: জম্মু-কাশ্মীরে পিডিপির সঙ্গ ছাড়ার পর শনিবার জম্মুর সভায় সদ্য প্রাক্তন শরিককে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন অমিত শাহ। রবিবার একের পর এক টুইটে বিজেপিকে জবাব দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। দাবি করলেন, পিডিপি-বিজেপি জোটের মধ্যে যে সমঝোতা হয়েছিল, সেভাবেই কাজ করছিলেন তিনি।
টুইটারে মেহবুবা মুফতি লেখেন, ''আমাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা অভিযোগ করছে প্রাক্তন শরিক। রাম মাধব ও রাজনাথ সিয়ংয়ের মতো প্রবীণ নেতাদের মধ্যস্থতাতে সরকারের কাজকর্মের দিশা স্থির করা হয়েছিল। এখন নিজেদের সিদ্ধান্তই অস্বীকার করছে ওরা। বলছে, সরকার (সন্ত্রাস মোকাবিলায়) নরম অবস্থান নিচ্ছে। পাকিস্তান ও হুরিয়তের সঙ্গে আলোচনা ও অনুচ্ছেদ ৩৭০ টিকিয়ে রাখা সমঝোতায় ছিল। শান্তি ফেরাতে সংঘর্ষবিরতি চুক্তি পালন ও পাথরবাজের উপর থেকে মামলা প্রত্যাহার উপত্যকায় শান্তি ফেরাতে অত্যন্ত দরকারি পদক্ষেপ। তা সমর্থন করেছে বিজেপিও।''
Many false charges levelled against us by our former allies. Our commitment to the Agenda of Alliance, co-authored by Ram Madhav & endorsed by senior leaders like Rajnath Ji never wavered. It is sad to see them disown their own initiative & label it a 'soft approach.' 1/6
— Mehbooba Mufti (@MehboobaMufti) June 24, 2018
Status quo on Article 370, dialogue with Pakistan & Hurriyat were a part of AoA. Encouraging dialogue, withdrawing cases against stonepelters & the unilateral ceasefire were much needed measures to restore confidence on the ground. This was recognized & endorsed by BJP. 2/6
— Mehbooba Mufti (@MehboobaMufti) June 24, 2018
জম্মু-লাদাখের সঙ্গে কাশ্মীরের উন্নয়নে বৈষম্য করেছেন মেহবুবা, মঙ্গলবার এহেন অভিযোগ করেন বিজেপি নেতা রাম মাধব। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি, ''বৈষম্যের অভিযোগের সারবত্তা নেই। তবে হ্যাঁ, ২০১৪ সালে বন্যা ও অশান্তির জেরে কাশ্মীরে বেশি নজর দেওয়া দরকার। তার মানে অন্য কোথাও উন্নয়ন হয়নি, তা ঠিক নয়।'' পাশাপাশি কেন অনুন্নয়ন নিয়ে বিজেপির মন্ত্রীরা গত ৩ বছরে সরব হলেন না, সেই প্রশ্নও তুলেছেন মেহবুবা মুফতি। তাঁর কথায়,''জম্মু থেকে বিজেপির প্রতিনিধির সংখ্যাই বেশি। গত ৩ বছরে কেন্দ্র বা রাজ্যস্তরে এনিয়ে কোনও অভিযোগ করেননি তাঁরা।'' সাংবাদিককে হুমকি দেওয়ার পরও বিজেপি বিধায়ক চৌধুরী লাল সিংয়ের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হল না সেই প্রশ্ন তুলেছেন মেহবুবা। একইসঙ্গে কাটুয়া ধর্ষণকাণ্ডে তাঁর দ্রুত পদক্ষেপের কথাও মনে করিয়ে ইঙ্গিত দিয়েছেন, বাকরেওয়াল ও গুজ্জর সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করাতে জম্মুর বিজেপি নেতাদের গোঁসা হয়েছে।
Allegations of discrimination against Jammu & Ladakh have no basis in reality. Yes, the valley has been in turmoil for a long time & the floods of 2014 were a setback, therefore needed focused attention. But that does not mean that there was any less development elsewhere. 3/6
— Mehbooba Mufti (@MehboobaMufti) June 24, 2018
Results on the ground for all to see. If anything they should review the performance of their own ministers, who largely represented the Jammu region if there were any such concerns, none among them either at state or central level talked about it during the last 3 years. 4/6
— Mehbooba Mufti (@MehboobaMufti) June 24, 2018
Not handing over the Rasana rape & murder case to CBI,getting the pro rapist ministers removed & also issuing orders not to harass the Gujjar & Bakarwal community in the guise of anti encroachment drives were my duties as CM to provide a sense of security to both communities. 5/6
— Mehbooba Mufti (@MehboobaMufti) June 24, 2018
After expressing concern about freedom of expression in J&K following Shujaat's murder, their MLA, notorious & even punished for his role in the aftermath of the unfortunate Kathua case still threatens journalists belonging to the valley,so what are they going to do about him?6/6
— Mehbooba Mufti (@MehboobaMufti) June 24, 2018
গত মঙ্গলবার জম্মু-কাশ্মীরের সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে বিজেপি। দলের নেতা রাম মাধব সাংবাদিক বৈঠকে দাবি করেন, জম্মু-কাশ্মীরের উন্নয়নে পিডিপি সক্রিয় ছিল না। সে জন্য এই সিদ্ধান্ত। তবে দুপক্ষই একে অপরের বিরুদ্ধে তেমন আক্রমণাত্মক হয়নি। অনেকেই ভেবেছিলেন, ভবিষ্যতের জোটের রাস্তা খুলে রাখতে চায় বিজেপি-পিডিপি। তবে সেই জল্পনায় জল ঢেলে শনিবারই মেহবুবাব মুফতির বিরোধিতায় গলার স্বর সপ্তমে চড়ান অমিত শাহ। এদিন তার পাল্টা দিলেন মেহবুবা মুফতি।
আরও পড়ুন- লোকসভা ভোটে বিরোধী জোটের মোকাবিলায় 'মায়াবতী' মডেল মোদী-শাহের