জিএসটি-র হার কমলেও একই দাম নিচ্ছে ম্যাকডোনাল্ডস, ভাইরাল বিল
বেকায়দায় পড়ে সাফাই দিল ম্যাকডোনাল্ডস।
নিজস্ব প্রতিবেদন: রেস্তোরাঁয় খানাপিনায় জিএসটি-র হার কমিয়েছে কেন্দ্রীয় সরকার। অথচ সেই সুবিধা পাচ্ছেন না সাধারণ মানুষ। এমনটাই অভিযোগ উঠল ম্যাকডোনাল্ডসের বিরুদ্ধে। জিএসটি কমানোর আগেও তাদের খাবারের যা দাম ছিল, এখনও তাই। দামে কোনও হেরফের হয়নি।
গত সপ্তাহে রেস্তোরাঁয় জিএসটি-র হার ৫ শতাংশ করে কেন্দ্রীয় সরকার। এসি রেস্তোরাঁর ক্ষেত্রে আগে তা ছিল ১৮ শতাংশ। নন-এসি রেস্তোরাঁয় জিএসটি ছিল ১২ শতাংশ। তবে করছাড়ের লাভ পাননি ক্রেতারা। খাবারের দাম বাড়িয়ে দিয়েছে ম্যাকডোনাল্ডস। ফলে আগের মতোই বেশি দাম দিচ্ছে হচ্ছে ক্রেতাদের। এমনই একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন- স্যানিটারি ন্যাপকিনের উপর জিএসটি কেন, প্রশ্ন দিল্লি হাইকোর্টের
ম্যাকডোনাল্ডসের সাফাই, জিএসটি-র হার কমলেও ইনপুট ট্যাক্স ক্রেডিট তুলে দেওয়ায় খরচ বেড়ে গিয়েছে। সেজন্যই দাম বাড়ানোর সিদ্ধান্ত। তবে এতে ক্রেতাদের লোকসান হবে না। তাঁরা আগের মতোই দাম দেবেন।
The Government has brought down GST from 18% to 5%, but there has been a removal of Input Tax Credit.[1/3]
— McDonald's India (@mcdonaldsindia) November 15, 2017
শুধু ম্যাকডোনাল্ডসই নয়, অন্যান্য রেস্তোরাঁও একই পন্থা নিয়েছে বলে অভিযোগ উঠেছে।