খেলো ইন্ডিয়া কর্মসূচি উদ্বোধনে এলে রাজ্যজুড়ে মোদীর বিরুদ্ধে প্রবল আন্দোলন, হুমকি আসু-র
নাগরিকত্ব সংশোধনী আইন পাস হওয়ার পর থেকেই এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে আসু
নিজস্ব প্রতিবেদন: এবার খোদ প্রধানমন্ত্রী বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর কথা ঘোষণা করল অল অসম স্টুডেন্টস ইউনিয়ন। জানুয়ারি দ্বিতীয় সপ্তাহে অসমে খেলো ইন্ডিয়া ইভেন্ট-এ নরেন্দ্র মোদীর গুয়াহাটি যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ১০ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত চলবে ওই ইভেন্ট।
আরও পড়ুন-CAA বিরোধিতায় কংগ্রেসের রাজ্য বিজেপি অফিস অভিযান ঘিরে উত্তেজনা
রবিবার এক সাংবাদিক সম্মেলনে আসু-র তরফে এক সাংবাদিক সম্মেলনে বলা হয়, আগামী ৫ জানুয়ারির টি-২০ ম্যাচ ও ১০ জানুয়ারির খেলো ইন্ডিয়া ইভেন্টের ওপরে নজর রাখা হচ্ছে। নাগরিকত্ব সংশোধনী আইন পাস হওয়ার পর এই প্রথম অসমে আসতে পারেন প্রধানমন্ত্রী। উনি যদি খেলো ইন্ডিয়া ইভেন্টে যোগ দেন তাহলে তার বিরুদ্ধে প্রবল আন্দোলনে নামব আসু। এমনটাই জানিয়েছেন আসুর প্রেসিডেন্ট ডি কে নাথ।
আরও পড়ুন-'কিছু লোক শুধু কচু আর গরু-ই চেনে', দিলীপকে কটাক্ষ সেলিমের
নাগরিকত্ব সংশোধনী আইন পাস হওয়ার পর থেকেই এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে আসু। দলের প্রধান সমুজ্জ্বল ভট্টাচার্য সংবাদমাধ্যমে বলেন, সাধারণ মানুষের মনোযোগ সরাতে নানা করম চেষ্টা করছে সরকার। এর বিরুদ্ধে সব ধরনের আন্দোলন করবে আসু। আগামী মাসে গুয়াহাটিতে দুটি বড় অনুষ্ঠান হতে চলেছে। প্রথমটি ৫ জানুয়ারি টি ২০ ম্যাচ এবং দ্বিতীয়টি খেলো ইন্ডিয়া। দুটি অনুষ্ঠানের ওপরেই কড়া নজর রেখে চলেছে আসু।