ঝাড়খণ্ডে মাওবাদী হামলা, অপহৃত ট্রেনের গার্ড ও চালক

ফের ঝাড়খণ্ডে মাওবাদী হামলা। কোকপাড়া স্টেশনে ৬৮০২০ আপ ধানবাদ-ঝাড়গ্রাম ট্রেনের গার্ড এবং চালককে অপহরণের অভিযোগ। উল্টো দিকে দাড়িয়ে থাকা আরও একটি মালগাড়ির চালককেও অপহরণ করা হয়েছে বলে জানা গিয়েছে। ছিনতাই করে নেওয়া হয় তাঁদের মোবাইল ফোন এবং ওয়াকি টকি। অন্ধকারে কয়েক রাউন্ড গুলি চলেছে বলে দাবি ওই ট্রেনের যাত্রীদের। 

Updated By: May 20, 2016, 12:08 PM IST
ঝাড়খণ্ডে মাওবাদী হামলা, অপহৃত ট্রেনের গার্ড ও চালক

ওয়েব ডেস্ক: ফের ঝাড়খণ্ডে মাওবাদী হামলা। কোকপাড়া স্টেশনে ৬৮০২০ আপ ধানবাদ-ঝাড়গ্রাম ট্রেনের গার্ড এবং চালককে অপহরণের অভিযোগ। উল্টো দিকে দাড়িয়ে থাকা আরও একটি মালগাড়ির চালককেও অপহরণ করা হয়েছে বলে জানা গিয়েছে। ছিনতাই করে নেওয়া হয় তাঁদের মোবাইল ফোন এবং ওয়াকি টকি। অন্ধকারে কয়েক রাউন্ড গুলি চলেছে বলে দাবি ওই ট্রেনের যাত্রীদের। 

ঘটনার পর খড়গপুর থেকে টাটানগর পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে চাকুলিয়া থানার ওসির নেতৃত্বে ঘটনাস্থলে যায় বিশাল পুলিসবাহিনী। তিনি জানান, প্রায় বারোজনের একটি মাওবাদী দল রাতে মোটরসাইকেলে করে হামলা চালায়। রাত সাড়ে বারোটা নাগাদ রিলিফ ট্রেন পৌছয়। রাত একটার পরে কড়া নিরাপত্তায় ওই ট্রেনের যাত্রীদের ঝাড়গ্রাম স্টেশনে আনা হয়।

.