E- PAYEMENT জলভাতের মতো সহজ, মন কি বাত অনুষ্ঠানে বললেন মোদী

হাতে আর মাত্র ৫ দিন।  কিন্তু নোট সঙ্কটের দুর্ভোগ এখনও কাটেনি। মন কি বাত অনুষ্ঠানে ফের ক্যাশলেস লেনদেনে সওয়াল  নরেন্দ্র মোদীর। নগদহীন লেনদেনের সওয়াল করতে গিয়ে বললেন, E- PAYEMENT একদম জলভাতের মতো সহজ।

Updated By: Dec 25, 2016, 12:15 PM IST
E- PAYEMENT জলভাতের মতো সহজ, মন কি বাত অনুষ্ঠানে বললেন মোদী

ওয়েব ডেস্ক: হাতে আর মাত্র ৫ দিন।  কিন্তু নোট সঙ্কটের দুর্ভোগ এখনও কাটেনি। মন কি বাত অনুষ্ঠানে ফের ক্যাশলেস লেনদেনে সওয়াল  নরেন্দ্র মোদীর। নগদহীন লেনদেনের সওয়াল করতে গিয়ে বললেন, E- PAYEMENT একদম জলভাতের মতো সহজ।

 

 

 

কোনও পুলিস, গোয়েন্দা বাহিনী নয়।  তথ্য দিচ্ছেন সাধারণ মানুষ। আর এই তথ্যের ভিত্তিতেই রোজ ধরা পড়ছে কালো টাকার কারবারীরা। দাবি করলেন খোদ প্রধানমন্ত্রী। 

.