E- PAYEMENT জলভাতের মতো সহজ, মন কি বাত অনুষ্ঠানে বললেন মোদী
হাতে আর মাত্র ৫ দিন। কিন্তু নোট সঙ্কটের দুর্ভোগ এখনও কাটেনি। মন কি বাত অনুষ্ঠানে ফের ক্যাশলেস লেনদেনে সওয়াল নরেন্দ্র মোদীর। নগদহীন লেনদেনের সওয়াল করতে গিয়ে বললেন, E- PAYEMENT একদম জলভাতের মতো সহজ।
ওয়েব ডেস্ক: হাতে আর মাত্র ৫ দিন। কিন্তু নোট সঙ্কটের দুর্ভোগ এখনও কাটেনি। মন কি বাত অনুষ্ঠানে ফের ক্যাশলেস লেনদেনে সওয়াল নরেন্দ্র মোদীর। নগদহীন লেনদেনের সওয়াল করতে গিয়ে বললেন, E- PAYEMENT একদম জলভাতের মতো সহজ।
The final #MannKiBaat of 2016 will take place at 11 AM today. Do join. pic.twitter.com/8ta0VFbZvt
— Narendra Modi (@narendramodi) December 25, 2016
Many are writing that the fight against corruption has to continue: PM @narendramodi #MannKiBaat
— PMO India (@PMOIndia) December 25, 2016
We should be at the forefront of using digital means to make payments and transactions: PM @narendramodi #MannKiBaat
— PMO India (@PMOIndia) December 25, 2016
কোনও পুলিস, গোয়েন্দা বাহিনী নয়। তথ্য দিচ্ছেন সাধারণ মানুষ। আর এই তথ্যের ভিত্তিতেই রোজ ধরা পড়ছে কালো টাকার কারবারীরা। দাবি করলেন খোদ প্রধানমন্ত্রী।