'মন কি বাত' অনুষ্ঠানে কাশ্মীরের বিলাল দারের প্রশংসা করলেন মোদী

Updated By: Sep 24, 2017, 02:16 PM IST
'মন কি বাত' অনুষ্ঠানে কাশ্মীরের বিলাল দারের প্রশংসা করলেন মোদী

ওয়েব ডেস্ক: দিল্লির তখতে বসার পর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠান শুরু করেছিলেন নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানের তিন বছর পূর্ণ হল। প্রধানমন্ত্রী বলেন, "দেশের প্রতিটি অংশের মানুষকে পরস্পরের সঙ্গে ‌যুক্ত করেছে এই অনুষ্ঠান।" 

৩০ মিনিটের দীর্ঘ অনুষ্ঠানে 'স্বচ্ছতা হি সেবা' কর্মসূচির সাফল্য নিয়ে সন্তোষপ্রকাশ করেছেন মোদী। তুলে ধরেছেন কাশ্মীরের বিলাল দারের কথা। প্রধানমন্ত্রীর কথায়,"শ্রীনগর পুরসভার মুখ বিলাল দারকে শুভেচ্ছা জানাচ্ছি। " ডাল লেকে ১২ হাজার কেজি আবর্জনা সাফ করেছেন ১৮ বছরের বিলাল। সেজন্য তাঁকে শ্রীনগর পুরসভার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয়। খাদির পোশাক ব্যবহারের জন্যেও সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

'অতূল্য ভারত' ক্যাম্পেনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর আবেদন, "নিজের এলাকার এমন জায়গার ছবি তুলে পাঠান, ‌যা প‌র্যটনস্থান হতে পারে। সরকার তা খতিয়ে দেখবে।" '#IncredibleIndia' ট্যুইট করতে হবে নিজের রাজ্যের সাতটি সম্ভাব্য প‌র্যটনস্থল। 

প্রধানমন্ত্রী বলেন,"সর্দার বল্লভ ভাই দেশকে এক করেছিলেন। সেই ঐক্য আমাদের বাঁচিয়ে রাখতে হবে।" গান্ধীজি, জয়প্রকাশ ও দীনদয়াল ক্ষমতার কেন্দ্রে থাকেননি। তাঁর মানুষের মধ্যে থেকে কাজ করে গিয়েছেন বলে মনে করিয়ে দিয়েছেন মোদী। ​

আরও পড়ুন, অর্থনীতিকে ট্র্যাকে আনতে সোমবার বড় ঘোষণা করতে চলেছেন নরেন্দ্র মোদী

.