জমি বিবাদের জেরে বৃদ্ধ মাকে ট্রাক্টরের সামনে ফেলে দিল ছেলে

নিজস্ব প্রতিবেদন: জমি বিবাদের জেরে নিজের মাকে ট্রাক্টরের সামনে ফেলে দিলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ওয়াসিম জেলার মুঙ্গলা। 

সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, জমি বিবাদের মামলা হেরে গিয়েছিলেন অভিযুক্ত ছেলে।ওই জমিতেই ট্রাক্টর নিয়ে চাষ করতে যাচ্ছিলেন মামলায় জয়ী পক্ষের এক ব্যক্তি । তখনই ওই ট্রাক্টরের সামনে নিজের বৃদ্ধ মাকে ফেলে দেন অভিযুক্ত। তাঁর চোট গুরুতর কিনা তা জানা যায়নি। 

ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিস। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মালেগাঁওয়ের পুলিস কর্তা জানিয়েছেন, জমি নিয়ে দুদলের মধ্যে বিবাদ চলছে। দুপক্ষের বিরুদ্ধেই দায়ের হয়েছে এফআইআর। ১ জনকে গ্রেফতার করা হয়েছে।   

এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই প্রতিবাদে সোচ্চার নেটিজেনরা।

আরও পড়ুন-  রাহুলের সঙ্গে মাওবাদী-জেহাদি যোগের অভিযোগ হাস্যকর: চিদম্বরম

English Title: 
Man throws his mother in front of tractor
News Source: 
Home Title: 

জমি বিবাদের জেরে বৃদ্ধ মাকে ট্রাক্টরের সামনে ফেলে দিল ছেলে 

জমি বিবাদের জেরে বৃদ্ধ মাকে ট্রাক্টরের সামনে ফেলে দিল ছেলে
Yes
Is Blog?: 
No
Section: