দিল্লিতে বাঘের হানার যুবকের প্রাণ যাওয়ার জন্য দায়ী আক্রান্তই, দাবি চিড়িয়াখানা কতৃপক্ষের

Updated By: Sep 24, 2014, 06:11 PM IST
দিল্লিতে বাঘের হানার যুবকের প্রাণ যাওয়ার  জন্য দায়ী আক্রান্তই, দাবি চিড়িয়াখানা কতৃপক্ষের

নয়াদিল্লি: গতকাল মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে দিল্লির চিড়িয়াখানায়। সাদা বাঘের খাঁচায় ঢুকে পড়ায় নৃশংস মৃত্যু হয়েছে এক যুবকের। এই ঘটনায় চিড়িয়াখানা কতৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আর আজ  চিড়িয়াখানা কতৃপক্ষের দাবি যুবক খাঁচার ঢোকার আগে দু'বার তাঁকে বাধা দেয় নিরাপত্তারক্ষীরা।

চিড়িয়াখানার মুখপাত্র রিয়াজ আহমেদ খান বলেন, ""এই ঘটনার জন্য দায়ী ওই যুবকই। চার বছর ধরে সে মানসিক রোগে ভুগছিলেন।'' মাসুক খান নামে ২০  বছরের ওই যুবক গতকাল সাদা বাঘের খাঁচায় ঢুকে পড়ে। তারপর বাঘের হানায় প্রাণ যায় তাঁর।

আহমেদ খানের কথায়, দু'বার নিরাপত্তা রক্ষীরা বাধা দেওয়া সত্ত্বেও কোনও ভাবে অন্যদের নজর এড়িয়ে খাঁচায় ঢুকে পরে ওই যুবক। তাঁকে অন্যরা বাঘটির সামনে হাত জোর করে প্রার্থণা করতে দেখা যায়।

 

.