Delhi Death: দিল্লির রাস্তায় ল্যাম্পপোস্টে বেঁধে যুবককে পিটিয়ে খুন! ভাইরাল ভিডিয়ো..

পুলিস সূত্রে খবর, বেশ কয়েকজন অভিযুক্তকে শনাক্ত করা গিয়েছে। বাকীদেরও শনাক্ত করা চেষ্টা চলছে। এক পুলিস আধিকারিক বলেন, 'আমরা খুব তাড়াতাড়ি ওদের গ্রেফতার করব'। 

Updated By: Sep 27, 2023, 09:12 PM IST
Delhi Death: দিল্লির রাস্তায় ল্যাম্পপোস্টে বেঁধে যুবককে পিটিয়ে খুন! ভাইরাল ভিডিয়ো..

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অপরাধের প্রমাণ নেই, কেউ কিছু দেখেনওনি! তা সত্ত্বেও চোর সন্দেহে চলল বেধড়ক মারধর। প্রাণ গেল যুবকের। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিস। ঘটনাস্থল, দিল্লি।

আরও পড়ুন:  Rahul Gandhi: উদভ্রান্তের মতো রাস্তায় ঘুরছে রক্তাক্ত-অর্ধনগ্ন বালিকা, ভয়ংকর ঘটনা নিয়ে সরব রাহুল

পুলিস সূত্রে খবর, মৃতের নাম ইসরার আহমেদ। বয়স মাত্র ২৬ বছর। অভিযোগ, গতকাল মঙ্গলবার সকালে দিল্লিতে নন্দ নাগরী এলাকায় ইসরার উপর চড়াও হন বেশ কয়েক যুবক। চোর সন্দেহে বেধড়ক মারধর করা হয় তাঁকে। সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ইসরাকে ল্যাম্পপোস্টে বেঁধে রীতিমতো পালা করে মারধর করছেন অভিযুক্তরা। নিজেকে বাঁচাতে কাকুতি-মিনতি করছেন ওই যুবক। কিন্তু সেদিকে কোনও ভ্রুক্ষেপ নেই হামলাকারীদের। 

মৃতের বাবা আব্দুল ওয়াজেদ জানিয়েছেন, গোটা শরীর তখন ক্ষত-বিক্ষত। পরে ছেলেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন প্রতিবেশীরা। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার আর সুযোগ পাননি। বাড়িতেই মৃত্যু হয় ওই যুবকের।  অভিযোগ দায়ের করা হয়েছে থানায় মামলা রুজু করেছে পুলিস। অভিযুক্ত অবশ্য অধরা।

পুলিস সূত্রে খবর, বেশ কয়েকজন অভিযুক্তকে শনাক্ত করা গিয়েছে। বাকীদেরও শনাক্ত করা চেষ্টা চলছে। এক পুলিস আধিকারিক বলেন, 'আমরা খুব তাড়াতাড়ি ওদের গ্রেফতার করব'। 

আরও পড়ুন: Manipur: গোটা মণিপুরকেই 'অশান্ত' অঞ্চল ঘোষণা, বাড়ল আফস্পার মেয়াদও

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)  

.