'Dainik Bhaskar'-এর দফতরে আয়কর হানা, 'সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা', তোপ Mamata-র

একযোগে সরব কংগ্রেস-আপ।

Updated By: Jul 22, 2021, 02:23 PM IST
 'Dainik Bhaskar'-এর দফতরে আয়কর হানা, 'সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা', তোপ Mamata-র

নিজস্ব প্রতিবেদন: Dainik Bhaskar সংবাদপত্রের অফিসে আয়কর হানা। মোদী সরকারের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একযোগে সরব কংগ্রেস-আপ। সংবাদ মধ্যমের কণ্ঠরোধের চেষ্টা তোপ বিরোধীদের।

জানা গিয়েছে, কর ফাঁকি দেওয়ার অভিযোগে সর্বভারতীয় সংবাদপত্র Dainik Bhaskar-এর অফিসে হানা দেয় আয়কর দফতর। দিল্লি, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট ও মহারাষ্ট্রের ৩০টি জায়গায় তল্লাশি চালানো হয়। আয়কর দফতরের প্রায় ১০০ জন কর্মী এই অভিযানে অংশগ্রহণ করেন। এই খবর প্রকাশ্যে আসতেই টুইটারে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, 'সংবাদমধ্যমের কণ্ঠরোধের আরও একটা ভয়ঙ্কর চেষ্টা। করোনা পরিস্থিতি সামাল দিতে নরেন্দ্র মোদী সরকারের ব্যর্থতা, সাহসিকতার সঙ্গে তুলে ধরেছে দৈনিক ভাস্কর। এই প্রতিহিংসা মূলক আচরণের নিন্দা করছি।' 

আরও পড়ুন: অক্সিজেনের অভাবে মৃত্যু অস্বীকার,'সব মনে থাকবে,' কেন্দ্রের দাবির পাল্টা ভিডিও টুইট রাহুলের

আরও পড়ুন: Farm Laws বাতিলের দাবিতে সংসদের বাইরে বিরোধীদের বিক্ষোভ, ভিতরেও তুমুল হট্টগোল

কেবল মমতা বন্দ্যোপাধ্যায় নন, এই ইস্য়ুতে সরকারকে একহাত নিয়েছেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন। আয়কর হানার নিন্দা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। সরব আম আদমি পার্টিও।  

.