সঙ্গিনীকে পাওয়ার জন্য লড়াই করে প্রাণ দিল টি৩৩
Updated By: Sep 21, 2017, 07:15 PM IST
ওয়েব ডেস্ক : বুধবারই তাকে রক্তাক্ত অবস্থায় দেখেছিলেন বনবিভাগের কর্মীরা। বৃহস্পতিবার রাজস্থানের চিরোলির জঙ্গলে মৃত্যু হল একটি পুর্ণবয়স্ক বাঘের। টি৩৩ নামে ওই বাঘটির গভীর ক্ষত ছিল বলে বনবিভাগের তরফে জানানো হয়েছে।
মাধোপুরের রণথম্ভোর জাতীয় উদ্যানের বাইরে বুধবার দেখা যায় বাঘটিকে। রণথম্ভোরের ফিল্ড ডিরেক্টর ওয়াই কে সাহু বলেন, প্রথমিকভাবে মনে করা হচ্ছে বাঘিনীকে পাওয়ার জন্য অন্য একটি পুরুষ বাঘের সঙ্গে লড়াই বাঁধে টি৩৩-এর। লড়াইয়ে আহত হয় বাঘটি। অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই তার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। বাঘটির গলায় ও সামনের পায়ে চোট রয়েছে।
বনবিভাগের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই খোঁজ শুরু হয়েছে টি৩৩-এর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়া অপর বাঘের।
আরও পড়ুন- মোদীকে চিঠি সোনিয়ার, লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে আর্জি