মোদীর স্মরণাগত মাজি, বিহারে আরও একবার নীতীশ রাজ

দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা বিহারের মুখ্যমন্ত্রী জিতনরাম মাজি এবার দেখা করবেন নরেন্দ্র মোদীর সঙ্গে। নীতি আয়োগের বৈঠকের পর মোদী-মাজির সাক্ষাত্‍ নিয়ে তাই

Updated By: Feb 8, 2015, 04:35 PM IST
 মোদীর স্মরণাগত মাজি, বিহারে আরও একবার নীতীশ রাজ

ওয়েব ডেস্ক:দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা বিহারের মুখ্যমন্ত্রী জিতনরাম মাজি এবার দেখা করবেন নরেন্দ্র মোদীর সঙ্গে। নীতি আয়োগের বৈঠকের পর মোদী-মাজির সাক্ষাত্‍ নিয়ে তাই

রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

গতকালই জেডিইউয়ের পরিষদীয় দল জিতন রামকে সরিয়ে নীতীশ কুমারকে দলনেতা নির্বাচন করে। মুখ্যমন্ত্রী জিতন রামকে দল থেকে বহিষ্কারেরও সিদ্ধান্ত হয় ওই বৈঠকে। তবে দল তাঁকে বহিষ্কার

করলেও বিহারের মুখ্যমন্ত্রী পদ ছাড়তে নারাজ জিতনরাম মাজি।

নীতীশকুমারের সঙ্গে আলোচনায় রফাসূত্র না  বেরনোয় পরিষদীয় দলের বৈঠকের আগেই রাজ্যপালের কাছে বিধানসভা ভেঙে দেওয়ার সুপারিশ করেন জিতন রাম মাজি। যার জেরে বিহারের

রাজনৈতিক সঙ্কট আরও গভীর হয়।

.